সম্প্রতি একাধিকবার দক্ষিণবঙ্গ সফরের পর এবার উত্তরবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়িতে তাঁর একাধিক কর্মসূচি ছিল।
লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে একদিকে উন্নয়ন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'বিকশিত ভারত বিকশিত বাংলা' অনুষ্ঠানে তিনি উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করলেন। আবার বিজেপি-র জনসভায় তৃণমূল কংগ্রেসকে তোপ দাগলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারকে আক্রমণ করে মোদী বলেন, 'তৃণমূল সরকার শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করে রেখেছে। ওরা গরিবের জমি কেড়ে নিতে ব্যস্ত।' মোদী আরও বলেন, ‘উত্তরবঙ্গ হল উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এখান থেকেই প্রতিবেশী দেশগুলির বাণিজ্যের পথ চলে গিয়েছে। গত ১০ বছরে বাংলা ও উত্তরবঙ্গের উন্নয়নই আমাদের সরকারের অগ্রাধিকার ছিল।’
'উত্তরবঙ্গের উন্নয়নে তৎপর কেন্দ্র'
মোদী এদিন শিলিগুড়িতে বলেন, ‘আমি যখনই এখানে আসি, তখনই ভারতবর্ষের ছোট আকার দেখতে পাই। এখানে যেরকম বৈচিত্র ও প্রাণবন্ত ভাব আছে, তা খুব কম জায়গাতেই দেখা যায়। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সবরকমভাবে চেষ্টা করছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে প্রকল্প হয়েছে, তার জন্য আমি ফের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সরকার উত্তরবঙ্গে ট্রেনের গতি বাড়ানোর চেষ্টা করছে। দেশের অন্যান্য অংশে যেভাবে ট্রেনের গতি বাড়ানো হয়েছে, উত্তরবঙ্গেও একই চেষ্টা করা হচ্ছে। এখন উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের রেল যোগাযোগও চালু হয়েছে।’
‘গরিব-বিরোধী তৃণমূল’
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেছেন, ‘গরিব-বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার আয়ুষ্মান ভারত যোজনা চালু করছে না। তৃণমূল কংগ্রেস সরকার প্রতিটি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে অর্থ লুঠ করছে। মোদী ১০০ দিনের কাজের জন্য টাকা পাঠায় কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামেদের ইন্ডিয়া জোট বিনামূল্যে রেশনের বিরোধিতা করছে। বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার বিনামূল্যের রেশনেও দুর্নীতি করেছে। রেশন দুর্নীতিতে ওদের মন্ত্রী এখন জেলে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Narendra Modi-Mamata Banerjee: সন্দেশখালির আবহেই রাজভবনে মোদী-মমতা সৌজন্য সাক্ষাৎ