PSC Recruitment scam: ফর্ম ফিলাপ না করেই চাকরি! ফুড SI পদে দুর্নীতির আরেক কেলেঙ্কারি

Published : Jun 22, 2024, 08:57 PM IST
CBSE Supplementary Exam 2024 tentative date sheets released

সংক্ষিপ্ত

মালদার বাসিন্দা গোলাম সিদ্ধিকি। চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু রাজ্য সরকারের ফুড এসআই পদে পরীক্ষা দেবেন না বলেই ঠিক করেছিলেন। তাই ফর্ম ফিলাপ করেননি। 

নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের নেতা মন্ত্রীরাও। এবার সামনে এল আরও এক নিয়োগ কেলেঙ্কারি। এবার কাঠগড়ায় পিএসসি। এক চাকরি প্রার্থী জানিয়েছেন, তিনি পরীক্ষা তো দূরের কথা পিএসসি ফুড এসআই পদের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপও করেননি। তারপরেও পিএসসির ওয়েবসাইটে তাঁর নাম দেখতে পেয়েছেন। যা দেখে ভিরমি খাওয়ার জোগাড়।

আসন ঘটনাঃ

মালদার বাসিন্দা গোলাম সিদ্ধিকি। চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু রাজ্য সরকারের ফুড এসআই পদে পরীক্ষা দেবেন না বলেই ঠিক করেছিলেব। তাই ফর্ম ফিলাপ করেননি। কিন্তু তারপরেও পিএসএসির ওয়েবসাইটে জ্বল জ্বল করছে তাঁর নাম। যা দেখে রীতিমত অবাক হন সিদ্দিকি। তিনি চাঁচোল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। জমা দিয়েছেন সমস্ত নথপত্রি। তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

কাঠগ়ড়ায় নদিয়ার যুবকঃ

গোলাম সিদ্দিকি বলেন, নদিয়ার এক যুবক তাঁকে বারবার ফোন করেছিল। বলেছিল ফুড এসআই পদে চাকরি পাইয়ে দিতে পারে। পরিবর্তে তাঁকে গুণতে হবে মোটা টাকা প্রথম দফায় ৭ লক্ষ টাকা চেয়েছিলেন পরিমল নামের ওই যুবক। কিন্তু গোলাম সিদ্দিকি তাতে রাজি হয়নি। শেষপর্যন্ত পরিমলের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি বলেছিলেন, আগে ওয়েবসাইটে নাম তুলে দিতে হবে। তারপরই তিনি টাকা দেবেন। গোলাম সিদ্দিকির অনুমান পরিমলই টাকার জন্য ফুড এসআই পদে তাঁর চাকরির ব্যবস্থা করেছেন। যদিও গোলাম সেই চাকরি না নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে।

ইতিমধ্যেই ফুড এসআই পদের দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্তও শুরু হয়েছে। তারই মধ্যে সামনে এসছে এই চাঞ্চল্যকর তথ্য।

PREV
click me!

Recommended Stories

বঙ্গে ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন নেই, মমতার মন্তব্যের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে কি SIR ফর্ম ফিলআপ করেনি? সত্যি কথা জানিয়ে দিলেন অমিত