হাতে মাত্র আর দুটি মাস। তারপরই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বেড়াতে যাওয়া, আত্মীয়ের বাড়িতে যাওয়া, কেনাকাটা - বাঙালির সবই তোলা থাকে এই দুর্গা পুজোর। তাই রইল দুর্গাপুজোর সময়সূচি আর ছুটির নির্ঘণ্ট। যা দেখে আপনি আগে থেকেই পুজোর প্ল্যান প্রোগ্রাম করতে পারেন।