Puja Holidays 2025: দুর্গাপুজোয় লম্বা ছুটি সরকারি কর্মীদের, তবে থাকছে না মহালয়ার ছুটি

Published : Jul 07, 2025, 03:32 PM IST

Puja Holidays 2025: বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। আর চলে লক্ষ্মী পুজো ছাড়িয়ে কালীপুজো পর্যন্ত। রইল দুর্গা পুজোর এক মাসের ছুটির তালিকা। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে এক মাস উৎসবের। 

PREV
110

হাতে মাত্র আর দুটি মাস। তারপরই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বেড়াতে যাওয়া, আত্মীয়ের বাড়িতে যাওয়া, কেনাকাটা - বাঙালির সবই তোলা থাকে এই দুর্গা পুজোর। তাই রইল দুর্গাপুজোর সময়সূচি আর ছুটির নির্ঘণ্ট। যা দেখে আপনি আগে থেকেই পুজোর প্ল্যান প্রোগ্রাম করতে পারেন।

210

বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। আর চলে লক্ষ্মী পুজো ছাড়িয়ে কালীপুজো পর্যন্ত। রইল দুর্গা পুজোর এক মাসের ছুটির তালিকা। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে এক মাস উৎসবের। তাই ১২টি মাসের মধ্যে পুজোর মাস আলাদা একটি গুরুত্ব পা।

310

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে। ২১ সেপ্টেম্বর মহালয়া। যদিও মহালয়া পড়েছে এবার রবিবার। তাই পুজোর প্রথম ছুটিই এবার মার যাচ্ছে।

410

তবে চিন্তুা নেই পুজোয় এবার লম্বা ছুটি পাচ্ছের বাংলার সরকারি কর্মীরা। পডুয়াদের মধ্যেও পুজোর ছুটি নিয়ে উৎসহ থাকে তুঙ্গে। তারাও এবার লম্বা ছুটি রয়েছে।

510

দুর্গা পুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। ২৮ সেপ্টেম্বর রবিবার। সাপ্তাহিক ছুটির দিন। সরকারি দফতরও ষষ্ঠী থেকে বন্ধ থাকে। যদিও এই ছুটিটা মার যাচ্ছে।

610

২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পুজো চলবে। ২ অক্টোবর পড়েছে দশমী। অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ ছুটি থাকছে।

710

যদিও ২ অক্টোবর দশমী আর গান্ধীজির জন্মদিন বা গান্ধী বার্থডে থাকায় একটি ছুটি পাচ্ছেন না সরকারি কর্মীরা।

810

লক্ষ্মী পুজো বাঙালির আরও একটি উৎসবের দিন। লক্ষ্মী পুজো পড়েছে , সেই দিনও থাকছে সরকারি ছুটি। সপ্তাহের প্রথম দিনই ছুটি থাকছে।

910

পুজো শেষ হচ্ছে বৃহস্পতিবার। আর লক্ষ্মী পুজো সোমবার। তাই মাঝে শুক্রবার দিন একটা ছুটি ম্যানেজ করতে পারলেই লম্বা ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারবেন সরকারি কর্মীরা।

1010

২১ অক্টোবর পড়েছে মঙ্গলবার কালীপুজো। পরের দিন বুধবারও অনেক সময় ছুটি থাকে। আর তার এক দিন পরেই ভাইফোঁটা। সেই সময়ও একটা লম্বা ছুটি পাওয়া যায়।

Read more Photos on
click me!

Recommended Stories