পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে উত্তাল উত্তরবঙ্গ, GCPA-র রেল রোকোতে সমস্যায় যাত্রীরা

দীর্ঘ দিন ধরেই কোচবিহারকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

পৃথক রাজ্যের দাবিতে উত্তাল কোচবিহার। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দাবিতে বুধবার ভোট থেকেই চলছে রেল অবরোধ। সমস্যায় পড়েছেন যাত্রীরা। আজ সকাল থেকেই বংশী মদনের নেতৃত্বে অসম-বাংলা সামানায় জোড়াই স্টেশনে অবরোধ শুরু হয়ে। যার জেরে উত্তরবঙ্গের চার জেলায় প্রায় স্তব্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। আন্দোলনকারীদের স্পষ্ট কথা দাবি পুরাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দীর্ঘ দিন ধরেই কোচবিহারকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এর আগেও একাধিকবার আন্দোলনের পথে গিয়েছিল সংগঠন। এদিন নতুন করে আবারও পৃথক রাজ্যের দাবিতে সরব সংগঠনের সদস্যরা। দোড়াই স্টেশনে অবরোধের জেরে রেলপথে যোগাযোগ প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে কোচবিহার, জলপাইগুড়ি, নিউ-জলপাইগুড়ি-সহ একাধিক জেলায়। স্টেশনে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেন। সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যাত্রীদের সুবিধের জন্য ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে রেলের পক্ষ থেকে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ৪টি ট্রেন।

Latest Videos

রেল সূত্রের খবর, বাতিল করা হয়েছে আপ ও ডাউন গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ফরিকগ্রাম, গোলকহঞ্জ, নিউ কোটবিহারে ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালান হয়েছে চারটি ট্রেন। ডিব্রুগর-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলক গঞ্জ ও নিউকোচবিহার রুটে চালানো হচ্ছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ, নিউ-কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে। এই বিষয়ে  রেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠিকভাবে কিছু বলা হয়নি।  পাশাপাশি রাজ্য প্রশাসনও আন্দোলন নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

ফের সরকারী প্রকল্পে চুরির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়লেন বাবলা পঞ্চায়েতের বাসিন্দারা | Nadia News Today
Chinmoy প্রভুর হয়ে মামলা লড়লে প্রাণ নাশের হুমকি আইনজীবীদের, এই ইস্যুতে যা বলছেন অধীর রঞ্জন চৌধুরী
Bangladesh-এ হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ Matua মহাসঙ্গের, দেখুন কী বললেন তাঁরা
‘সাংবাদিক’ পরিচয়ে বেয়াদপি Baruipur হাসপাতালে! বিধায়কের নাম নিয়ে হুমকির অভিযোগ | South 24 Parganas
'দুটো রাফেল উড়লেই প্যান্ট ভিজে যাবে' : Suvendu Adhikari #shorts #suvenduadhikari #indiabangladesh