টিউশন পড়ানোর নামে রোজ নাবালিকাকে ধর্ষণ করত রেল কর্মী! আতঙ্ক কাটাতে মানসিক হাসপাতালে নির্যাতিতা

Published : Sep 27, 2024, 01:43 PM IST
rape attempt

সংক্ষিপ্ত

টিউশন পড়ানোর নামে রোজ নাবালিকাকে ধর্ষণ করত রেল কর্মী! আতঙ্ক কাটাতে মানসিক হাসপাতালে নির্যাতিতা

নবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল রেল কর্মীর বিরুদ্ধে? বারুইপুর রেল কোয়ার্টারের ঘটনা। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

এই রেল কর্মীর নাম বিশ্বনাথ সর্দা বলে জানা গিয়েছে। অবসরে প্রাইভেট টিউশনও পড়াত এই রেল রেলকর্মী। প্রথম শ্রেণি থেকে শুরু করে মাধ্যমিকের পড়ুয়াদেরও পড়াত বিশ্বনাথ। পড়ানোর সময় নানা অছিলায় নাবালিকাকে স্পর্শ করত ওই রেল কর্মী বলে জানা গিয়েছে। এর পর অন্যান্য পড়ুয়ারা চলে যাওয়ার পর তাকে ধর্ষণও করত বলে অভিযোগ। একবার নয়, বারবার নির্যাতিতার উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নাবালিকা যাতে এই কথা কাউকে না বলে তার জন্য হুমকিও দেয় বিশ্বনাথ। নির্যাতিতার বাবা-মাকেও খুন

নাবালিকা যাতে কারও কাছে মুখ না খোলে সেই জন্য হুমকিও দেয় বিশ্বনাথ। নির্যাতিতার বাবা ও মাকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা জানায়, প্রথমে ভয়ে ভয়ে সে তার বাবা-মাকে কিছু জানায়নি পরে তার আচরণে বদল আসায় তাকে জিজ্ঞাসা করে সব জানতে পারেন নির্যাতিতার বাবা-মা। এরপর মানসিক হাসপাতালে ভর্তি করে কাউন্সেলিং করানো হয়। বেশ কয়েকটি কাউন্সেলিংয়ের পর অবশেষে ওই নাবালিকা মাকে সমস্ত বিষয়টি জানায়। সব জানার পরে বারুইপুরে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্ত করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

আইপ্যাক মামলায় অস্বস্তি বাড়ল তৃণমূলের, দেখুন কী বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ED vs IPACCase
আইপ্যাক মামলায় অস্বস্তি বাড়ল তৃণমূলের, দেখুন কী বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়?