গরমের ছুটিতে নিশ্চিন্তে ঢুঁ মেরে আসুন দার্জিলিংয়ে! উত্তরবঙ্গের আরও একটি ট্রেন দিল রেল

Published : Apr 17, 2024, 05:57 PM IST
Railways launches one more train to North Bengal

সংক্ষিপ্ত

এবার গরমের ছুটিতে নিশ্চিন্তে ঘুরে আসুন পাহাড়ে। উত্তরবঙ্গে যাওয়ার আরও একটা স্পেশাল ট্রেন দিল রেল।

এবার গরমের ছুটিতে নিশ্চিন্তে ঘুরে আসুন পাহাড়ে। উত্তরবঙ্গে যাওয়ার আরও একটা স্পেশাল ট্রেন দিল রেল। ট্রেনটি কলকাতা ও অসমের ডিব্রুগড়ের মধ্যে চলাচল করবে। নিউ জলপাইগুড়ি হয়ে এটি চলাচল করবে।

এর আগে হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে একটি স্পেশাল ট্রেন দেওয়ার কথা ঘোষণা করে রেল। ৫ মে থেকে ৩০ জুন ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল প্রতি রবিবার রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি এবং মঙ্গলবার ভোর ৩টে ৩০ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। ৪ মে থেকে ২৯ জুন ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল প্রতি শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ডিব্রুগড় থেকে ছেড়ে রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি এবং রাত ১১টায় কলকাতা পৌঁছবে।

কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে এই স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, বারসই, কিসানগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে। এরপর এই ট্রেন নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার হয়ে অসমে প্রবেশ করবে। এই ট্রেনে দুটি এসি টু টিয়ার, ৬টি এসি থ্রি টিয়ার, ৭টি স্লিপার এবং চারটি জেনারেল ক্লাসের কোচ সহ মোট ২১টি কামরা রয়েছে।

এছাড়া ১৭ এপ্রিল থেকে শুরু করে ২৬ জুন পর্যন্ত প্রতি বুধবার ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালাবে রেল। সেই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার এনজেপি থেকে হাওড়া ফিরবে। অর্থাৎ, ১৮ এপ্রিল থেকে শুরু করে ২৭ জুন পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেন চালানো হবে। আপ এবং ডাউনে ১১টি করে মোট ২২টি ট্রিপ চালানো হবে। প্রতিটি ট্রেনে ২২টি কামরা থাকবে।

হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে ট্রেন দুটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিসানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডে দাঁড়াবে। ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল হাওড়া থেকে রাত ১১.৫৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১০.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফিরতি পথে ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল দুপুর ১২.৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি ছেড়ে পরের দিন রাত ১২.১০ এ হাওড়া পৌঁছবে।

যেহেতু গোটা দেশে নির্বাচনী বিধি কার্যকর রয়েছে তাই এই ট্রেনগুলি উদ্বোধনের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না। কোনও রাজনৈতিক নেতা, মন্ত্রী নাম সহ ছবি এই ট্রেন সংক্রান্ত কোনও বিষয়ে ব্যবহার করা যাবে না। ট্রেনের টিকিটে কোনও ছাড়ও দেওয়া হবে না বলে জানান হয়েছে রেলের তরফ থেকে।

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান