বর্ষার বিদায়বেলায় বৃষ্টির সম্ভাবনা ৪ জেলায়, দেখে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া

Published : Oct 14, 2025, 06:49 AM IST

হাওয়া অফিস জানিয়েছে, সমগ্র বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে বর্ষা বিদায় নিলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে শীতের আমেজও পড়বে।

PREV
15

অবশেষ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে বিদায় নিল বর্ষা। সদ্য এমনই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা সমগ্র বাংলা থেকে বিদায় নিয়োছে। বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। এমনই জানাল হাওয়া অফিস।

25

আলিপুরের বুলেটিন অনুসার, এবার থেকে মূলক বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। জাঁকিয়ে পড়তে পারে শীত। কলকাতা, হাওড়া থেকে শুরু করে বেশ কিছু জায়গায় পারদ আপাতত ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। আর সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।   

35

তেমনই বর্ষার বিদায় বেলায় বৃষ্টির সম্ভাবনা আছে কয় জেলায়। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

45

তেমনই আজ বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। এরই সঙ্গে থাকবে শীতের অনুভূতি। মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা থাকবো শুষ্ক।

55

তেমনই আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

Read more Photos on
click me!

Recommended Stories