উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য একমাত্র দায়ি ভুটান! সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মুখ্যমন্ত্রীর

Published : Oct 13, 2025, 04:18 PM IST

WB CM Mamata Banerjee On Bhutan: ভুটানের ছাড়া জলেই উত্তরবঙ্গে বিপর্যয়! গত শনিবারের একটানা বৃষ্টি-ধসের পর থেকেই বিপর্যস্ত পাহাড়। পরিস্থিতি নিয়ে এবার ভুটানের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব ঘোষণা মতো সোমবার ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর লক্ষ্য পাহাড়ে বন্যা ও ধস-বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি স্বচক্ষে দেখা। মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে থেকেই বিপর্যয় মোকাবিলার কাজের তদারকি করবেন। তবে মিরিকের দুর্গতদের জন্যে কলকাতা থেকে ত্রাণসামগ্রীও নিয়ে গিয়েছেন তিনি।

26
কালিম্পঙ- মিরিক পুনর্গঠন কাজ শুরুর নির্দেশ

নবান্ন সূত্রে খবর, দার্জিলিং থেকেই কালিম্পং ও মিরিকের পুনর্গঠন কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের সময় যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন—দমকলকর্মী, এসডিআরএফ সদস্য, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক সহ সরকারি কর্মীদের রাজ্যের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করবেন তিনি। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন—“এই কর্মীরা উত্তরবঙ্গবাসীর জীবন রক্ষায় যেভাবে লড়াই করছেন, তাঁদের জন্য রাজ্য গর্বিত।”

36
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

সোমবার পাহাড় সফরে এসে জলপাইগুড়ি জেলার বিপর্যস্ত নাগরাকাটায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পূর্ব ঘোষণা মতো নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিতে যোগদানের নিয়োগ পত্র হাতে তুলে দেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে পাঁচলক্ষ টাকা  ক্ষতিপূরণ দেন তিনি। 

46
ভুটানকে তোপ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, উত্তরবঙ্গ সফর থেকেই পাহাড়ের বন্যা পরিস্থিতি নিয়ে ভুটানকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’ভুটান থেকে ছাড়া জলেই এই বিপত্তি। বারবার বলেও ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করছে না তারা। অবশেষে একটি বৈঠকের আয়োজন করেছে। আমরাও আমাদের একজন অফিসারকে সেখানে পাঠাবো।'' 

56
উত্তরবঙ্গের জন্য ক্ষতিপূরণ

বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই পাহাড় সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পাহাড়ে যাওয়ার আগেই দার্জিলিং-কালিম্পঙের বিপর্যয় দেখে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে,  বৃষ্টির তোড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদেরকে সরকারের তরফে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং ভেঙে যাওয়া রাস্তাঘাট, সেতু দ্রুত মেরামত করা হবে। 

66
ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি মমতার

এখানেই শেষ নয়। বৃষ্টির পর উত্তরবঙ্গের যা পরিস্থিতি তা নিয়ে ভুটানকে এদিন একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ‘’ভুটানের জলের জন্য এই অবস্থা। ভুটান সরকার এর ক্ষতিপূরণ দিক। সব তো নিজেদের একার করতে হয়। দিল্লি তো কিছুই দেয় না।'' বলেও তোপ দেগে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকেও আক্রমণ করতে ভোলেননি রাজ্যের সর্বোচ্চ নেত্রী। 

Read more Photos on
click me!

Recommended Stories