আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের আপাতত অবস্থান রয়েছে ঝাড়খন্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়।
210
মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাড়বে বৃষ্টি
মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়।
310
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
এর প্রভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে। উত্তরবঙ্গের কালিম্পং এ অতি ভারী বৃষ্টি হতে পারে। কাল থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবারও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে।
দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।
510
কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ?
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
610
কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস
শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
710
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের কালিম্পঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং এবং মালদহ জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে।
810
ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফত।
910
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতররের। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে
1010
নীচু এলাকা প্লাবনের আশঙ্কা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। এছাড়াও দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।