- Home
- West Bengal
- West Bengal News
- সাগরে আবারও তৈরি হল নিম্নচাপ অঞ্চল, ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?
সাগরে আবারও তৈরি হল নিম্নচাপ অঞ্চল, ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

চলতি বছরে বৃষ্টি গড়েছে রেকর্ড। ঝড়-বৃষ্টির পর্ব যেন আর শেষই হচ্ছে না। শেষ কয় মাস ধরে টানা চলছে বৃষ্টি। সারা বছর জুড়েই লেগে আছে নিম্নচাপ। অগাস্টেও এক নাগাড়ে চলছে বৃষ্টি। এখনও সেই বৃষ্টি থেকে রেহাই নেই।
শেষ কয় সপ্তাহ হয়েছে টানা বৃষ্টি। মাঝে যদিও কদিন পরিস্থিতির বদল হয়েও ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল হাওয়া অফিস। জানাল ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল থেকে নিম্নচাপে পরিণত হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। আজকের মধ্যে তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং নিম্নচাপে পরিণত হবে। আজ সকালে তা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর দিয়ে যাবে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে জয়সলমের, উদয়পুর, বিদর্ভ হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব বঙ্গেপসাগরের ওপর দিয়ে গিয়েছে।
এই নিম্নচাপের কারণে, সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। তবে, এবার নিম্নচাপ অঞ্চলের কোনও সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না। তবে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।
আজ গোটা দিন পশ্চিমবঙ্গের সহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। হয়েছে বজ্রপাতের পূর্বাভাসও। এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্ব নিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।
তেমনই উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সোমবার থেকে চলছে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। জলপাইগুড়ি ও মালদাতে হবে বৃষ্টি।

