সংক্ষিপ্ত
Weather News: মাঝ চৈত্রেই দহন জ্বালায় অস্থির বঙ্গবাসী। সবে এপ্রিলের শুরু। বর্ষার আগমনের এখনও অনেক দেরি। চাঁদিফাটা গরমে এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। কবে দেখা মিলবে একটু স্বস্তির বৃষ্টির? সুখবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস (Alipur Weather Office)।
Weather News: মাঝ চৈত্রেই দহন জ্বালায় অস্থির বঙ্গবাসী। সবে এপ্রিলের শুরু। বর্ষার আগমনের এখনও অনেক দেরি। চাঁদিফাটা গরমে এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। কবে দেখা মিলবে একটু স্বস্তির বৃষ্টির? সুখবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস (Alipur Weather Office)।
কোথায় কেমন থাকবে আজকের আবহাওয়া? বিস্তারিত জানুন একঝলকে
দক্ষিণবঙ্গের আবহাওয়া:- আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দমকা ঝড়ো বাতাস বইবে। তবে দাবদাহ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে দিনভর। সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি সূচক বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মূলত পরিষ্কার। পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ পশ্চিমের জেলায় হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা।
আজ দক্ষিণবঙ্গের ৩ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে।
কলকাতায় আজকের আবহাওয়া- মূলত মেঘলা আকাশ। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে হাওয়া বদল। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৯ শতাংশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।