Weather Updates: বঙ্গোপসাগরে নিম্নচাপ হলুদ সতর্কতা জারি, বাংলায় ফের বাড়বে ঝড়-বৃষ্টির দাপট

Published : Aug 20, 2025, 06:43 AM IST

বঙ্গোপসাগরে নিম্নচাপ হলুদ সতর্কতা জারি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

PREV
15

সকাল থেকেই আকাশের মুখ ভার। দফায় দফায় চলছে বৃষ্টি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় হয়েছে বৃষ্টি। আর আজ বুধবার বাড়বে এই বৃষ্টিপাত। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আপাতত এর অভিমুখ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল।

25

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। তবে বাংলায় চলবে বৃষ্টি। এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

35

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোরসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চল ছিল তা শক্তি বৃষ্টি করে নিম্নচাপে পরিণত হয়েছে। গোপালপুরের কাছে দক্ষিণ ওড়িশা উপকূলে প্রবেশ করেছে সেই নিম্নচাপ। তহে এর প্রভাব পড়েনি বঙ্গে।

45

নিম্নচাপের প্রভাব না পড়লেও সাগর থেকে প্রচুক পরিমাণে জলীয় বাশ্প প্রবেশ করছে স্থলভাগে। মৌসুমী অক্ষরেখাও সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে। এর জেরে গোটা রাজ্যে। কমবে গরম। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।

55

শনিবার পর্যন্ত হবে ঝড়-বৃষ্টি। জারি আছে হলুদ সতর্কতা। আজ জেলায় জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আজ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

Read more Photos on
click me!

Recommended Stories