- Home
- West Bengal
- West Bengal News
- Weather Updates: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, কী অবস্থায় নিম্নচাপ? জেনে নিন কদিন চলবে বৃষ্টি
Weather Updates: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, কী অবস্থায় নিম্নচাপ? জেনে নিন কদিন চলবে বৃষ্টি
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। যাঁরা বিকেলের দিকে পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছেন, তাঁদের সমস্যা হতে পারে বৃষ্টির কারণ। তাই বের হওয়ার আগে জেনে নিন আবহাওয়ার খুঁটিনাটি।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, তা পশ্চিম দিকে সরেছে। পশ্চিমবঙ্গের ওপর তার সরাসরি কোনও প্রভাব আর পড়ছে না। এছাড়া একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কয়েকটি জেলার ওপর।
মৌসুমি অক্ষরেখাও এখনও সক্রিয়। ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। যদিও বৃষ্টি আগের চেয়ে কমেছে। এবার ফের বদল হতে চলেছে আবহাওয়ার।
আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
সোমবার বাকি জেলায় সতর্কতা আছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায়। মঙ্গলবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।

