রামনবমী নিয়ে আরও কড়া পুলিশ, যান চলাচলে বিধিনিষেধ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নজরে কোন এলাকা?

সংক্ষিপ্ত

রাম নবমী উপলক্ষে সারা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতীতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হওয়া অশান্তি রুখতেই এই পদক্ষেপ।

রাম নবমীতে ভগবান রামের জন্মদিন পালিত হয় জাঁকজমকপূর্ণ ভাবে। সারা ভারত জুড়ে পালিত হয় এই উৎসব। সেজে ওঠে বিভিন্ন মন্দির। তেমনই এই দিন রাস্তায় মিছিল বেরিয়ে থাকে। যার থেকে অশান্তির সমস্যা রয়েছে। এই অশান্তি এড়াতে আগে থেকে কড়া হল প্রশাসন। যান চলাচলে রয়েছে বিধিনিষেধ।

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী। এবার ৬ এপ্রিল রবিবার পালিত হবে উৎসব। রবিবার বেলা ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে আছে নিষেধজ্ঞা। এই তালিকায় এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ ও ওষুধ বহনকারী গাড়ি চলতে পারবে। বাকি সকল পণ্যবাহী গাড়ি চলাচলে আছে নিষেধজ্ঞা।

Latest Videos

ডিউটিরত ট্র্যাফিক পুলিশ প্রয়োজন মনে করলে শোভাযাত্রার রুট বদল করতে পারে বা বন্ধ করতে পারে। ডিউটিরত ট্র্যাফিক পুলিশ প্রয়োজন মনে করলে ফিডার রোড বা অন্যান্য রোডের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন।

তেমনই ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারে বাড়তি নজরদারির ব্যবস্থা থাকবে।

পুলিশের তরফে প্রকাশিত তালিকা অনুসারে, আগামী ৫ থেকে ৭ এপ্রিল টানা তিন দিন হাওড়া সদরের দায়িত্বে থাকবেন মোট ৬ জন অফিসার। এদের মধ্যে আছে আউজি পদ মর্যাদার একজন অফিসার, তিনজন ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ। ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের নজরদারিতে থাকবে বিশেষ পদ মর্যাদার অফিসার।

এদিকে আগে একাধিকবার রামনবমী নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। নানান অশান্তির ঘটনা সামনে এসেছিল। এবার সেই অশান্তি রুখতে এই বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তেমনই ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে আরও কড়া হল প্রশাসন। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: ‘মমতার রাজ্যে তফসিলিরা কেউ সুরক্ষিত নন!’ বিস্ফোরক হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
'মুর্শিদাবাদে ১০০ কোটি ক্ষয় ক্ষতি করেছে, সুদে আসলে বদলা নেব', হুঙ্কার শুভেন্দু অধিকারীর