পঞ্চায়েত প্রধান-সহ ৮ জনের একজোটে পদত্যাগ, শুভেন্দুর গড়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে আগে কাঁথির এক নম্বর ব্লকে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত প্রধান-সহ ৮ পঞ্চায়েত সদস্যের পদত্যাগ দুর্নীতির অভিযোগে।

 

শুভেন্দুর গড়ে শাসকদলের মধ্যে অসস্তি। প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ মোট আটজন পদত্যাগ করলেন। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে হইচই পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সেল এর সভাপতি শেখ আনোয়ার উদ্দিন-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেই একাধিক পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় শুভেন্দুর গাড় হিসেবে পরিচিত কাঁথিতে রীতিমত অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের।

কাঁথি এক নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান ও অঞ্চল সভাপতি সহ মোট ৮ জন পদত্যাগ করল।পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে। দুলালপুর অঞ্চল সভাপতি মলয় সামন্ত, উপপ্রধান রামকৃষ্ণ গিরি, প্রধান সুপ্রভা নায়ক সহ আট জন পদত্যাগ জমা দিয়েছেন জেলা সভাপতির কাছে। এক তৃণমূল কংগ্রেস নেতা পদত্যাগ করে অভিযোগ করেছেন গোটা দলটাই বর্তমানে তোলাবাজ হয়ে গেছে। দলের ওপর তলা থেকে নিচুতলা সকলেই দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতি করতে চাইছে না তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন 'তৃণমূল কংগ্রেসের গ্রাম চলো অভিযোগ তোলা তোলার নতুন কর্মসূচি ছাড়া আর কিছুই নয়। গ্রামে গিয়ে গিয়ে নেতারা ব্যবস্থা করছেন।' এমনটাই অভিযোগ তাঁর।

Latest Videos

পদত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা আরও বলেন যে এক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিল। মরিশদায় হয়েছিল সেই ঘটনা। কিন্তু তারপর তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেট বসানে হয়েছে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে প্রাণ হাতে নিয়ে অভিযোগ জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন তৃণমূলের নেতারা নিজেদের নামে প্রকল্পের সুবিধে ভোগ করছেন। তৃণমূল প্রধানের মেয়ে, জামাই-সহ নিকট আত্মীয়রা সরকারি প্রকল্পের একাধিক সুবিধে পেয়েছেন বলেও অভিযোগ করেন। তিনি বলেন যাদের দরকার নেই তারা বাড়ির গ্যারাজ, গোয়ালঘর দেখিয়ে ঘর পেয়েছেন। কিন্তু গরীব মানুষের কোনও সুবিধে হয়নি।

দুর্নীতির প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ বুঝে গেছে তৃণমূল দুর্নীতি করবে। তাই গ্রামের মানুষ তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পদত্যাগী তৃণমূল নেতার অভিযোগ - শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তার জ্বলন্ত অভিযোগ। কথা প্রসঙ্গে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথাও তুলে ধরেন। বলেন শুভেন্দু অধিকারী যা বলছেন আগামী দিনে তা সত্য হতে পারে।

আরও পড়ুনঃ

টেট পরীক্ষায় বিঘ্ন ঘটাতে পারে, রবিবার পরীক্ষার আগেই আশঙ্কা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্যদের

চুম্বনের সেলফি তুলে কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেফতার 'সহপাঠী' কিশোর

লবণাক্ত জমি আর নোনা জলের কারণে রুজিরুটি হারাচ্ছে সুন্দরবনের মানুষ, সুরাহা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে

Share this article
click me!

Latest Videos

'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh