স্টেশনে তুমুল গন্ডোগোল, রেল পুলিশকে মার! টিকিটের লাইনে এই কাণ্ড ঘটিয়ে আটক ২

Published : Feb 27, 2025, 06:40 PM IST
bandel station

সংক্ষিপ্ত

পরিষেবা স্বাভাবিক হওয়ার পরেই লম্বা লাইন পড়ে যায় টিকিট কাউন্টারে । এ দিকে টিকিট রোল শেষ হয়ে যাওয়ায় তা বদলানো কাজ চালাচ্ছিলেন কর্মীরা। সেই সময় বাকি যাত্রীদের সরিয়ে ৪-৫ জন যুবক টিকিট নেওয়ার জন্য হম্বিতম্বি শুরু করে দেয়।

ব্যান্ডেল স্টেশনে তুমুল অশান্তির জেরে রেলের টিকিট কাউন্টারে ভাঙচুর। রেল পুলিশকেও মারধরের অভিযোগ ওঠে উত্তেজিত জনতার দিকে। উত্তেজনার মধ্য়ে পড়ে ছোটাঠুটি শুরু করে দেন অনান্য রেলযাত্রীরা। কেউ কেউ এতটাই ভয় পেয়ে ছুটে গেলেন যে কিছুটা গিয়ে হাঁফাতে শুরু করলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা ছড়ায় ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল থেকে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল হাওড়া-বর্ধমান মেন শাখায় । পরবর্তীতে রেল পরিষেবা চালু হতেই দুপুর ব্যান্ডেল রেল স্টেশনের ১ নম্বর টিকিট কাউন্টারে থেকে ভিড় বাড়ে যাত্রীদের। অভিযোগ, সেই সময় কাউন্টারের সামনে টিকিটের লাইনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি করে একদল যুবক। ক্রমেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। অনান্য যাত্রীদের সঙ্গে বচসা শুরু হয় যুবকদের। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে গেলে অভিযুক্তরা গায়েও হাত তোলে রেল পুলিশের ।

রেলের এক কর্মী এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, সকাল থেকেই সমস্যা চলছিল এই লাইনে ট্রেনের। পরিষেবা স্বাভাবিক হওয়ার পরেই লম্বা লাইন পড়ে যায় টিকিট কাউন্টারে । এ দিকে টিকিট রোল শেষ হয়ে যাওয়ায় তা বদলানো কাজ চালাচ্ছিলেন কর্মীরা। সেই সময় বাকি যাত্রীদের সরিয়ে ৪-৫ জন যুবক টিকিট নেওয়ার জন্য হম্বিতম্বি শুরু করে দেয়। অপেক্ষা করতে বলায় হামলা চালায়, ভেঙে দেয় টিকিট কাউন্টার। এমনকী আরপিএফ-এর উর্দিতে পর্যন্ত হাত দিয়েছে বলে অভিযোগ জানান তিনি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রেল পুলিশ দুজনকে আটক করেছে ।রেলযাত্রীরা জানিয়েছেন, ট্রেন পরিষেবার দুর্দশার কারণে এদিন দিনভরই নাকাল হন হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান মেন শাখার যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আপ এবং ডাউন সব লাইনে । এমন পরিস্থিতিতে অফিস টাইমে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছে, ‘রেলের টিকিটের রুল বদল করার সময় উত্তেজিত হয়ে ভাঙচুর করে কিছু যুবক। তাদের হামলায় একজন আরপিএফ আহত হয়।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাজ্যে মোদীর কী কী কর্মসূচী? নদীয়ার জনসভা থেকে জানালেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari on Modi
রাজ্যে মোদীর কী কী কর্মসূচী? নদীয়ার জনসভা থেকে জানালেন শুভেন্দু অধিকারী