কুম্ভে গিয়ে এই বয়সেও মারধর! ৬০০০ টাকা দেওয়ার পরও মেরে মাথা ফাটাল, কাঁদছেন তীর্থযাত্রীরা

Published : Feb 27, 2025, 04:41 PM IST
s 24 pgs kumbh

সংক্ষিপ্ত

একটি বাসে মোট ৪০ জন গিয়েছিলেন কুম্ভে ৷ অভিযোগ, যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ৬ হাজার টাকা করে নেওয়া হয় ৷ এই টাকার বিনিময়ে যাতায়াত ছাড়াও পর্যটকদের তিনবেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

কুম্ভমেলায় নিয়ে গিয়ে পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার, প্রতিবাদ করতেই মারধরের অভিযোগ ট্যুর কোম্পানির বিরুদ্ধে। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ। মহিলা ও বৃদ্ধদেরও ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন পর্যটকরা। প্রতিশ্রুতি পূরণ না করেই মারধরের করার অভিযোগ তুলে ৷ ট্যুর অপারেটরদের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া এলাকা যা নরেন্দ্রপুর থানার মধ্যে পড়ে, এখান থেকে কুম্ভমেলা যাওয়ার জন্য বাস ছাড়া হয় ৷ একটি বাসে মোট ৪০ জন গিয়েছিলেন কুম্ভে ৷ অভিযোগ, যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ৬ হাজার টাকা করে নেওয়া হয় ৷ এই টাকার বিনিময়ে যাতায়াত ছাড়াও পর্যটকদের তিনবেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ অভিযোগ ওঠে, ৬০০০ টাকা দিলেও বাস ভাড়া করে এলাকার বাসিন্দাদের নিয়ে গিয়েও প্রতিশ্রুতি মত খাবার সরবরাহ করা হয়নি বাসযাত্রীদের। অসন্তুষ্ট হয়ে প্রতিবাদ করতেই মারধর করা হয় ৷ এমনকি লোহার রড় দিয়ে হামলা চালানোও হয় বলে অভিযোগ ৷ মারধরে মাথা ফাটে তীর্থযাত্রীর।

এক তীর্থযাত্রী তীর্থঙ্কর সাউ জানালেন, টাকা নিয়ে প্রতিশ্রতি মত কাজ না করায় প্রতিবাদ করতেই ট্যুর অপারেটরা ৩ জন মিলে আমায় মারধর করে। বাসের মধ্যেও চড় থাপ্পর মারা হয়। তিনি রঞ্জিত সিং-এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন।

জানা যায়, রানিয়া থেকে ২১ ফেব্রুয়ারী বিকেলে বাস ছাড়া হয় ৷ স্নান সেরে আবার তারা ২৬শে ফেব্রুয়ারী বিকেলে ফেরে ৷ এলাকায় ঢোকার পরেই রড দিয়ে হামলা চালানোর অভিযোগ ৷ ট্যুর অপারেটর রঞ্জিত সিং, নন্দু সিং এবং রবি সাউ এর বিরুদ্ধে মারধর করার অভিযোগ ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর