বাংলার বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কলকাতায় এসে তাঁর ঠাসা কর্মসূচি

দুই বিশেষজ্ঞই ভাগবতের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, বৈঠকে তাঁদের যোগ দেওয়ার ইচ্ছা অবশ্যই রয়েছে, তবে নিশ্চিত করে যাবেন কিনা, তা এখনও জানাতে পারেননি কেউই। 

১৮ জানুয়ারি বুধবার কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার একান্তে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেশ কয়েক জন প্রতিষ্ঠিত ব্যক্তিকে। সেই প্রতিষ্ঠিতদের তালিকায় রাখা হয়েছে বাংলার নামী ধ্রুপদী শিল্পী উস্তাদ রশিদ খান এবং পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে। দুই বিশেষজ্ঞই ভাগবতের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, বৈঠকে তাঁদের যোগ দেওয়ার ইচ্ছা অবশ্যই রয়েছে, তবে নিশ্চিত করে যাবেন কিনা, তা এখনও জানাতে পারেননি কেউই।

ছ’দিনের সফরের উদ্দেশ্যে বুধবার কলকাতায় এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা, বাংলায় থাকবেন আগামী সোমবার পর্যন্ত। সফরের শেষ দিন শহিদ মিনারে আয়োজিত হবে সঙ্ঘের কর্মসূচি। বাকি তিন দিন সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন মোহন ভাগবত। আরএসএস সূত্রে খবর, শহিদ মিনারের কর্মসূচিটি ছাড়া বাকি প্রত্যেকটিই হবে অপ্রকাশ্যে।

Latest Videos

ইতিমধ্যে সঙ্ঘের তরফে করা সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত বিবিধ ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের সঙ্গে কলকাতায় দেখা করবেন ভাগবত। সেই কর্মসূচিগুলি কোথায় আয়োজিত হচ্ছে এবং কারা এগুলিতে অংশ নেবেন, সেই বিষয়টি সম্পূর্ণ খোলসা করা হয়নি। প্রাক্তন সঙ্ঘচালক অজয়কুমার নন্দী বলেছেন, ‘‘আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা কে কে আসবেন, সেটা বুধবারের আগে জানা যাবে না। আশা করা হচ্ছে ২৫ থেকে ৩০ জন উপস্থিত হবেন।”

এর আগে ২০১৯ সালে কলকাতায় এসে মোহন ভাগবত গিয়েছিলেন উস্তাদ রশিদ খানের বাড়িতে। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়। সঙ্ঘ এবং রশিদ, উভয় পক্ষেরই বক্তব্য ছিল যে, এই সাক্ষাৎ নিতান্তই ‘সৌজন্যমূলক’। ২০২৩-এর বৈঠকেও আমন্ত্রণ পেয়েছেন রশিদ। যদিও এখনও পর্যন্ত তিনি জানিয়েছেন, “আমি ওই দিনই দিল্লি থেকে ফিরব। কিন্তু বিমান যে ভাবে রোজ দেরিতে চলাচল করছে, তাতে সঠিক সময়ে পৌঁছতে পারব কি না, বুঝতে পারছি না।” মোহন ভাগবত পণ্ডিত তেজেন্দ্রনারায়ণের বাসভবনে গিয়েছিলেন ২০২০ সালের শেষ দিকে। সেসময়ে শিল্পীর পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানা ও রাগ-রাগিণী নিয়ে আলোচনা করেছিলেন তিনি। তবে এ বার আমন্ত্রণ পেলেও অনিশ্চয়তার বার্তা দিয়েছেন তেজেন্দ্রনারায়ণ। যেহেতু কর্মসূচির দিন তাঁর একটি রেকর্ডিং রয়েছে, সেহেতু তিনিও সঠিক সময়ে পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-
চাবুক মারতে মারতে প্রকাশ্যে ৯ জনের হাত কেটে নিল তালিবান, সমকামিতার অপরাধে ভয়ঙ্কর ‘শাস্তি’
গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে! দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি চরমে উঠল কোচবিহারের দিনহাটায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদির দূত’ কর্মসূচিকে ‘দুয়ারে ভূত’ বলে কটাক্ষ রুদ্রনীল ঘোষের, নিশানায় শতাব্দী রায়ও

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik