চলছে সাগরদিঘি-র উপনির্বাচনের গণনা, দেখে নিন শেষ নির্বাচনে প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা কত ভোটে পরাজিত করেছিলেন বাকি প্রার্থীদের

এবছর মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রার্থী দিয়েছে বিজেপি, কংগ্রেস। কংগ্রেসের হয়ে উপনির্বাচনে দাঁড়িয়েছেন ব্যারণ বিশ্বাস। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ সাহা।

মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের বিধায়ক সুব্রত সাহা। তিনি ছিলেন মন্ত্রী পদে। কিন্তু, তাঁর মৃত্যুর পর ফের হচ্ছে নির্বাচন। এবার ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। ওই কেন্দ্রে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই দিচ্ছেন একাধিক নেতা। এবছর মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি, কংগ্রেস। কংগ্রেসের হয়ে উপনির্বাচনে দাঁড়িয়েছেন ব্যারণ বিশ্বাস। তিনি ধুলিয়ানের বাসিন্দা। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ সাহা।

এদিকে সকাল থেকে চলছে ভোট গণনা। প্রথম রাউন্ডে ভোট গণনা শুরু হয়েছে একটু আগে। আজ এই কেন্দ্রে মোট ১৬ রাউন্ড ভোট গণনা হবে। এখনও কোন দল এগিয়ে তা জানানো হয় সেভাবে। তবে, অনেকেরই আশা তৃণমূল টেক্কা দেবে বাকি প্রার্থীদের। এগিতে গত ২০১১ সালের নির্বাচন থেকে তৃণমূলে দখলে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা কেন্দ্র।

Latest Videos

অতীতে ফিরে তাকালে জানা যায়, ২০১১ সালে তৃণমূল প্রার্থী ছিলেন সুব্রত সাহা। তিনি প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী ইসমাইল সেনকে ৪,৫৭৮ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তারপর নির্বাচন হয় ২০১৬ সালে। ২০১৬ সালে সুব্রত সাহা ছিলেন তৃণমূল প্রার্থী। তিনি কংগ্রেস প্রার্থী আমিনুর ইসলামকে ৫,২১৪ ভোটে পরাজিত করেন। এরপরও তৃণমূলের দখলেই ছিল মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা কেন্দ্র। কারণ, ২০২১ সালের গণনায় দশ বছরের রেকর্ড ভেঙে যায়। সুব্রত সাহা বিজেপি প্রার্থী কল্পনা ঘোষকে ৫০,২০৬ ভোটে হারিয়ে ছিলেন। এবার উপনির্বাচনের ফল কী হয় সেটাই দেখার।

এবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে ২৪৫ টি সাধারণ বুথ ছিল। একটি অক্সিলিয়ারি বুথ ছিল। প্রতিটি বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী। ২২টি ক্যুইক রেসপন্স টিম, ৩টে এইচআরএফএস, ৩জন জোনাল ম্যাজিস্ট্রেট, ২২টি পুলিশ সেক্টর ছিল। তাদের পরিচালনায় ছিল একজন এএসআই। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে এবছর ভোটকর্মী ছিলেন ১৩০০ জন।

এবার তৃণমূল, কংগ্রেস, বিজেপির মধ্যে জোর লড়াইয়ের সাক্ষী থেকেছে সাগরদিঘি। সেই লড়াইয়ের ফল প্রকাশিত হবে। এবছর কয়েকটি ঝামেলার ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে সাগরদিঘিতে। তিনবারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু ঘটে। তারপর সেখানে উপনির্বাচনের সিদ্ধান্ত নেন প্রশাসন। সোমবার সাগরদিঘিতে উপ নির্বাচন নয়। আজ চলছে তারই ফল প্রকাশ।

 

আরও পড়ুন

Sagardighi Bye Election Result 2023: আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্য নির্ধারণ সাগরদিঘিতে, সকাল ৮টা থেকে গুরু হবে ভোট গণণা

পশ্চিমবঙ্গে ফের অ্যাডিনো ভাইরাসের কামড়, কলকাতার শিশু হাসপাতালে ভর্তি করেও বাঁচানো গেল না দেড় বছরের শিশুকে

সাগরদিঘিতে কি প্রত্যাবর্তন তৃণমূলের? নাকি বদলাবে সমীকরণ? সকাল ৮টা থেকে শুরু হল ভোট গণনা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury