ফেব্রুয়ারি থেকে কিস্তিতে ঢুকবে বেতন! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের?
ধাপে ধাপে ঢুকবে বেতন। তিন মাসে ঢুকবে সরকারি কর্মীদের বেতন! হঠাৎ কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত?
DA- নিয়ে বহুদিন ধরেই টালমাটাল রাজ্য। অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই ডিএ ঘোষণা করা হয়েছে। তবে এখনও কোনও ঘোষণা নেই রাজ্যে।
পশ্চিমবঙ্গে এখনও ডিএ নিয়ে কোনও ঘোষণা নেই। কবে ঠিক মহার্ঘ ভাতা বাড়বে তা নিয়ে এখনও কোনও সঠিক ঘোষণা করেনি রাজ্য সরকার।
তবে এবার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতে পারে ধাপে ধাপে। মাসে মাসে বেতনের সঙ্গে ঢুকবে টাকা নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত।
এবার সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে সেই টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনই জানা গিয়েছে।
খুব তাড়াতাড়ি এই ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারের তরফে। মোটামুটি তিন মাস ধরে সোধ করে দেওয়া হতে পারে এই টাকা।
অন্যদিকে ৬ শতাংশের কাছাকাছি ডিএ-ও ঘোষণা হতে পারে। খুব তাড়াতাড়ি খুশির খবর দেবে রাজ্য সরকার।
বহুদিন ধরে প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত সরকারি কর্মীরা। তবে এবার মিলতে পারে খুশির খবর।
সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকেই দেওয়া হতে পারে বকেয়া ডিএ।