উত্তপ্ত সন্দেশখালিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রর নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ , আক্রান্ত তৃণমূল

Published : May 12, 2024, 03:49 PM IST
Sandeshkhali issue BJP workers protest at police station led by Rekha Patra  bsm

সংক্ষিপ্ত

স্টিং অপারেশন নিয়ে আবারও উত্তপ্ত সন্দেশখালি। এবার রেখা পাত্রর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ। আক্রান্ত তৃণমূল নেতা। 

আবারও উত্তাল সন্দেশখালি। এবার সন্দেশখালি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। বিজেপির দাবি মিথ্যা মামলায় দলীয় কর্মীদের বেছে বেছে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগেই স্থানীয় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীদের।

সম্প্রতি জেলিয়াখালি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির দাবি মিথ্যা অভিযোগেই বেছে বেছে তাদের সমর্থক ও অনুগামীদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার প্রকাশ্যে এসেছে সন্দেশখালির আরও একটি স্টিং আপারেশনের ভিডিও। সেই ভিডিওতেও দেখা গেছে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। সেখানে প্রথম ভিডিওর মত গঙ্গাধর বলছেন সন্দেশখালির গোটা ঘটনা সাজান। টাকার বিনিময় মহিলাদের দিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ ও অত্যাচারের ভুয়ো অভিযোগ দায়ের করান হয়েছিল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এশিয়ানেট নিউজ বাংলা।

পরমাণু যুদ্ধের বড় হুঁশিয়ারি দিল ইরান, ইজরায়েলকে রুখতে সামরিক নীতির পরিবর্তনেও রাজি

এজাতীয় কারণগুলি তুলে ধরেই এদিন বিজেপি সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখায়। যদিও ভোটের আগে আবারও নতুন করে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি। পরপর বেশ কয়েকটি স্টিং অপারেশনের ভিডিও নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এদিন সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয় স্থানীয় মহিলারা। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। সন্দেশখালি থানা থেকে খুব অল্প দূরত্বেই এই হিংসার ঘটনা ঘটে। এদিন ভাইরাল ভিডিও নিয়ে সন্দেশখালির বিধায়ক ও স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিককে ঘেরাও করে স্থানীয় মহিলারা। মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত গৃহবন্ধি বিধায়ক। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার মাহাতোর দাবি গোটা ঘটনার পিছনে ইন্ধন রয়েছে বিজেপির প্রার্থী রেখা পাত্রর। যদিও তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বললেননি।

কোটিপতি শুভেন্দুর ভাই সৌমেন্দুর হাতে রয়েছে মাত্র ৩০ হাজার, মাথার ওপর দেনা লক্ষাধিক টাকার

'বিয়ের জন্য অতিউৎসাহী ছিল মুকুটমণি', তৃণমূল প্রার্থীকে ভোট দিলে ঠকতে হবে বলেও দাবি স্ত্রী স্বস্তিকা ভূবনেশ্বরীর

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি