সন্দেশখালি নিয়ে বড় দাবি ইডির, শাহজাহানের দৌলতে জমি দখলের টাকা পেয়েছে রাজ্যের কয়েকজন মন্ত্রী- বেনিয়ম টেন্ডারেও

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সন্দেশখালির জমি দখলের টাকা ওপর মহল পর্যন্ত গিয়েছে। সেই টাকার সন্ধান করতেই শাহজাহান ও তার অনুগামীদের আরও জিজ্ঞাসাবাজের প্রয়োজন রয়েছে।

 

কলকাতা নগর দায়রা আদালতে শাহজাহান শেখের মামলার শুনানিনে রীতিমত চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার শাহজাহান শেখের মামলার শুনানি ছিল। এদিন অবশ্য সন্দেশখালির বেজাজ বাদশা শাহজাহান শেখ জামিনের আবেদন জামাননি। তবে ইডির আইনজীবী দাবি করেছেন, শাহজাহান শেখকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাঁর দাবি শাহজাহান শেখ ও তাঁর অনুগামীরা সন্দেশখালিতে যত জমি অধিগ্রহণ করেছিল তার টাকা পেয়েছে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও। সন্দেশখালি মামলাতেও ইডি প্রভাবশালী যোগ তৈরি করতে আঁটঘাঁট বেঁধেই নামছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সন্দেশখালির জমি দখলের টাকা ওপর মহল পর্যন্ত গিয়েছে। সেই টাকার সন্ধান করতেই তৃণমূলের প্রাক্তন নেতা শাহজাহান ও তার অনুগামীদের আরও জিজ্ঞাসাবাজের প্রয়োজন রয়েছে। ইডির হয়ে সোমবার আদালতে সওয়াল করেন অরিজিৎ চক্রবর্তী। তিনি বলেন, সন্দেশখালির জমি দখলের টাকার সঙ্গে ওপর মহলের একটা যোগ রয়েছে। সেই টাকা পেয়েছের রাজ্যের দুই থেকে তিন জন মন্ত্রীও। ইডির বক্তব্য ছিল, 'রাজ্যের দুই তিন জন মন্ত্রীর কাছে সন্দেশখালির জমি দখলের টাকা গিয়েছে। তাই শাহজাহান ও তার অনুগামীরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে।' তিনি আরও বলেছেন, সন্দেশখালি জমি দখলের টাকা অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অনুমান সন্দেশখালির জমি দখলের টাকা শাহজাহানরা প্রয়োজনীয় অস্ত্র কিনেছিল। ইডি আদালতে সরসারি টেন্ডারের বেনিয়মেরও অভিযোগ করেছে। আইনজীবী আদালতে দাবি করেন সরকারি টেন্ডারেও বেনিয়ম করেছে শাহজাহান ও তার অনুগামীরা। প্রভাব খাটিয়ে নিজের কাছের ও অনুগামীদের টেন্ডার পাইয়ে দিয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা।

Latest Videos

শাহজাহানের সঙ্গে এদিন আদালতে পেশ করা হয়েছিল তাঁরই ভাই আলমগির ও অনুগামী দিদার বক্স মোল্লা ও শিবপ্রসাদ হাজরাকে। ইডি চারজনেরই ১৪ দিনের জেল হেফাজতের আপবেদন জানিয়েছিল। ইডি আদালতে বলেছে তাদের হাতে আসা তথ্য অনুযায়ী ২০১৬ - ২০১৩ সাল পর্যন্ত সময়ে পঞ্চায়েত ফেরি পারাপার-সহ একাধিক সরকারি টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তাঁর সঙ্গীদের পাইয়ে দেওয়া হয়েছে। এইক্ষেত্রে মাস্টারমাইন্ড ছিল শাহজাহান শেখ। ইডি আরও দাবি করেছে, জেরা এই দাবির সত্যতা শাহজাহানের স্ত্রী ও ঘনিষ্টরা শিকার করে নিয়েছে। দুই পক্ষের সওয়াল জবাবের পরই শাহজাহান ও তার অনুগামীদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ

Rishikesh Viral Video: গঙ্গায় 'জলকেলি' অর্ধনগ্ন বিদেশি নাগরিকদের, দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কেজরিওয়ালের আবেদন সোমবার শুনবে সুপ্রিম কোর্ট , ভোটের আগে গ্রেফতারি নিয়ে প্রশ্ন

'মুসলিমরাই বেশি কনডোম ব্যবহার করে', মোদীকে নিশানা করে পাল্টা তোপ ওয়াইসির

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি