বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে।
পশ্চিমী ঝঞ্ঝা
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
প্রভাব বাংলায়
এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। যার কারণে শীত থমকে গেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই আকাশ থাকবে মেঘলা। হতে পারে বৃষ্টিও।
বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম- এই আট জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তুষারপাত
দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে তুষারপাত। সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
কুশায়ার সতর্কতা
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুশায়ার সম্ভাবনা রয়েছে।