Weather: ডিসেম্বরেও অধরা শীত, রাজ্যের ২জেলায় তুষারপাত আর ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Published : Dec 20, 2024, 04:57 PM IST

ডিসেম্বর মাসেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের। চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য রইল তুষারপাতের পূর্বাভাস। 

PREV
110
ডিসেম্বরেও শীত অধরা

চলতি বছর ডিসেম্বর মাস শেষ হতে চলল। কিন্তু এখনও অধরা শীত। জাঁকিয়ে শীত কবে? এখনও তার উত্তর নেই আলিপুর হাওয়া অফিসের কাছে।

210
আকাশের মুখভার

ডিসেম্বর মাসেও আকাশের মুখভার। আকাশের মেঘ রয়েছে। বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।

310
বৃষ্টির পূর্বাভাস

এরই মধ্যে চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের আট থেকে ১০টি জেলায় হতে পারে বৃষ্টি।

410
উত্তরে তুষারপাত

আলিপুর হাওয়া আফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দুই জেলায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

510
বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে।

610
পশ্চিমী ঝঞ্ঝা

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

710
প্রভাব বাংলায়

এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। যার কারণে শীত থমকে গেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই আকাশ থাকবে মেঘলা। হতে পারে বৃষ্টিও।

810
বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম- এই আট জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

910
তুষারপাত

দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে তুষারপাত। সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

1010
কুশায়ার সতর্কতা

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুশায়ার সম্ভাবনা রয়েছে।

click me!

Recommended Stories