বঙ্গে কমছে তাপমাত্রা, সোমবার থেকে কি স্কুলমুখি হবে পড়ুয়ারা? কী জানাচ্ছে শিক্ষা দফতর?

Published : Apr 23, 2023, 05:31 PM IST
schools are closed in up

সংক্ষিপ্ত

তবে কি সোমবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি? এখন পর্যন্ত সেরকমই জানাচ্ছে রাজ্য শিক্ষা দফতর।

গত কয়েক সপ্তাহ ধরে তীব্র দহন জ্বালায় জ্বলেছে বাংলা। রাজ্যে অস্বাভাবিক তাপমাত্রায় পড়ুয়াদের কথা ভেবে এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। নির্দেশিকা অনুযায়ী গত সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে। তবে কি সোমবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি? এখন পর্যন্ত সেরকমই জানাচ্ছে রাজ্য শিক্ষা দফতর।

গত শুক্রবার থেকেই কমেচে তাপমাত্রা। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। ২৫ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও গরমের প্রভাব অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। এরমধ্যে বৃষ্টি না হলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হয়েছিল। তবে ইতিমধ্যেই তাপমাত্রা খানিকটা কমায় আগামী ২ মে থেকেই গরমের ছুটি পড়বে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আপাতত সোমবার থেকেই স্কুলে ফিরতে পারে পড়ুয়ারা।

গত রবিবার একটি বিশিষ্ট সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,'সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে তো একটা ব্যবস্থা করতেই হবে। সোম থেকে শনি সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে। সংবাদমাধ্যমে ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সোমবার থেকে ছুটির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রবল তাপপ্রবাহের জেরে আপাতত এক সপ্তাহ ছুটি থাকবে রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বিকাশ ভবনের নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ নেবে অধ্যক্ষ এবং উপাচার্যরা। শুধুমাত্র ব্যতিক্রম থাকছে পাহাড়। দার্জিলিং এবং কালিম্পং-এ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না। বিকাশ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহের কারণে ১৭ এপ্রিলের থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি থাকবে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও। তবে পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাও করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন -

৪ দিন ধরে ঝেঁপে বৃষ্টি আর প্রবল হাওয়া, পশ্চিমবঙ্গ-ওড়িশা-কেরল সহ বহু রাজ্যে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব

রবিবাসরীয়র সন্ধ্যায় ভিজতে পারে কলকাতা, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

কলকাতার নিউ টাউনকে স্মার্ট সিটির স্বীকৃতি, তিনটি বিভাগে শীর্ষে রাখল কেন্দ্র সরকার

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন