সংক্ষিপ্ত

বজ্রবিদ্যুৎসহ টানা ৪ দিন ধরে উপকূলীয় রাজ্যগুলিতে ভালোরকম বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

চূড়ান্ত গরম থেকে মিলেছে মুক্তি। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে নীচের দিকে। বাঁকুড়ার তাপমাত্রা এক ধাক্কায় কমে গেছে প্রায় সাত ডিগ্রি। প্রায় ৩ ডিগ্রি পারদ নেমে গেছে কলকাতাতেও। এরই মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল সহ ভারতের বিভিন্ন উপকূলীয় রাজ্যগুলিতে আগামী ৪ দিন ধরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া বিভাগ।

একটানা কয়েকদিন তীব্র তাপদাহের পর আবহাওয়ার বদল এসেছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া মেদিনীপুর ও পুরুলিয়ায় স্বাভাবিকের নিচে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পুরুলিয়াতেও স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে পারদ। রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। গাঙ্গেয় বঙ্গের প্রায় সবকটি জেলাতেই চলতি সপ্তাহে বৃষ্টি অব্যাহত থাকবে। অধিকাংশ জেলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে নীচে। ২১ শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়েছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী ও কলকাতাসহ গাঙ্গেয় উপকূলের সব জেলাগুলিতে রবিবার বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি এক টানা ৪ দিন ধরে চলবে। ২৭ এপ্রিল, অর্থাৎ, বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বৃষ্টি হওয়ার দরুন পতন হবে তাপমাত্রার পারদেও। আগামী ৩ দিনে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। তারপর আবার ২ দিন ধরে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের তাপমাত্রার পারদও এখন অনেকটাই নিম্নমুখী। দার্জিলিংয়ে শিলাবৃষ্টির পরে তাপমাত্রা অনেকটাই কমেছে। কালিম্পং-এর তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমে গেছে। বৃষ্টিতে তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতেও। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে জারি থাকতে পারে বজ্রপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে টানা ৪ থেকে ৫ দিন ধরে। তাপমাত্রা যতটা কমেছে, তা আগামী ৫ দিনে প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মধ্যপ্রদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়াও ঝাড়খণ্ডের কাছে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বইতে পারে কলকাতায়। রবিবার বৃষ্টির সাথে সাথে বাড়বে হাওয়ার বেগ।
 

 

আরও পড়ুন-

রিকশাচালককে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গেল সরকারি বাস, সল্টলেকের রাস্তায় ভয়াবহ পথদুর্ঘটনা 
Mamata Banerjee on Eid: রেড রোডে ঈদের অনুষ্ঠানে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন NRC-র বিরুদ্ধে বার্তা

বঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও নেট দুনিয়ায় লাস্যের পারদ চড়িয়েছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী