আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ট্রেন। ৭ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এই পরিষেবাটি বিশেষত সপ্তাহান্তে ভ্রমণকারী যাত্রী ও ভক্তদের উপকারে আসবে। • গাড়ি সংখ্যা: ৩১৮৪৭/ ৩১৮৪৮ শিয়ালদহ–কৃষ্ণনগর (রবিবার)। • শিয়ালদহ থেকে রওনা: সকাল ১১:৫৫, কৃষ্ণনগর পৌঁছাবে ২:১১ PM। • কৃষ্ণনগর থেকে রওনা: বিকেল ৪:০৫, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০। • স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট।