Nadia News: শীতের রাতে সারারাত ধরে রাস্তায় পড়ে রইল সদ্যোজাত বাচ্চা। তাকে অভিভাবককের মতো সারারাত ধরে পাহারা দিয়ে রাখলো সারমেয়রা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Nadia News: মেম্বারের আত্মীয়ের বাড়ির বাথরুমের কাছে পরে সদ্যজাত শিশু। সারা রাত পাহারা দিলো পথের সারমেয়রা। উত্তেজনা এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার নবদ্বীপের স্বরুপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর থেকেই একটি বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছিল ঐ এলাকার বাসিন্দারা। এরপর সকাল হতেই দেখা যায় পঞ্চায়েত মেম্বারের কাকার বাড়ির বাথরুমের কাছে পরে আছে একটি সদ্যোজাত শিশু।
ঠিক কী ঘটনা ঘটেছে?
সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। তবে ঐ মেম্বার সহ এলাকার বাসিন্দারা জানান, পাশ্ববর্তী এলাকা থেকে কেউ বা কারা এই বাচ্চাটিকে রেখে যেতে পারে। যদিও এই ঘটনায় বাচ্চাটিকে উদ্ধার করে চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে বাচ্চার নাম পরিচয় ঠিকানা কিছুই পাওয়া যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
অন্যদিকে, নবদ্বীপে ফের উদ্ধার ভোটার আই-কার্ড। এসআইআর আবহে ভোটার আই কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য নবদ্বীপের প্রতাপনগরে। এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া চলাকালীন হঠাৎই রাস্তায় পড়ে থাকা ভোটার কার্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল প্রতাপনগর এলাকায়।
নবদ্বীপের প্রতাপনগর মেন রোডের ধারে ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা যায় কয়েকশো ভোটার আই-কার্ড। প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে কার্ডগুলি। এরপর দ্রুতই আশপাশের মানুষজন ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি জানানো হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে সমস্ত ভোটার আই-কার্ড উদ্ধার করে নিয়ে যায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ—উদ্ধার হওয়া অধিকাংশ ভোটার কার্ড নবদ্বীপ এলাকার মানুষেরই, তবে কিছু কার্ড পার্শ্ববর্তী অঞ্চলের বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাদের কার্ড এখানে পড়ে রয়েছে তাদের অধিকাংশের কাছেই ইতিমধ্যেই আসল ভোটার আই-কার্ড রয়েছে।
ফলে প্রশ্ন উঠছে—এই কার্ডগুলি কীভাবে বাইরে এল, কার হাতে গেল, এবং কী উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হল? ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে গেরুয়া শিবির নেতৃত্ব।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


