Weather Update: শক্তি হারাল হামুন, কোজাগরী লক্ষ্মীপুজোয় থাকবে ঠান্ডার আমেজ, ভয় নেই বৃষ্টির

প্রকাশ্যে এল কোজাগরী লক্ষ্মী পুজোর দিনের আবহাওয়ার খবর। জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোয় থাকবে ঠান্ডার আমেজ, ভয় নেই বৃষ্টির।

আবহাওয়া নিয়ে সব সময় আশঙ্কায় থাকে সকলে। কোনদিন কেমন আবহাওয়া থাকে তা জানতে চান আগে থেকে। এবার প্রকাশ্যে এল কোজাগরী লক্ষ্মী পুজোর দিনের আবহাওয়ার খবর। জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোয় থাকবে ঠান্ডার আমেজ, ভয় নেই বৃষ্টির।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় নিয়ে বাংলার কোনও চিন্তা নেই। হালকা হিমেল আবহাওয়া থাকবে সেই দিন। ২৮ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর দশমী কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এরই মাঝে অনেকেই চিন্তায় ছিলেন হামুনকে নিয়ে। সূত্রের খবর, হামুন থেকে বাংলায় আপাতত কোনও ভয় নেই। বুধবার সকালেই বঙ্গোপসাগরের শক্তিক্ষয় হতে শুরু করেছে হামুনের। সামুদ্রিক ঘূর্ণিঝড় থেকে সেটা নিম্নচাপে পরিণত হয়েছে। পরে ছয়-সাত ঘন্টায় আরও শক্তি কমে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নেই বৃষ্টির সম্ভাবনা।

Latest Videos

হাওয়া অফিস সূত্রে খবর, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন হামুনের জন্য বড়জোড় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এর বেশি কিছু হবে না। বৃষ্টির কোনও আশঙ্কা নেই। বৃষ্টি না হলেও ধীরে ধীরে শীতের আঁচ পেতে শুরু করবেন সকলে। আগামী কিছুদিন আবহাওয়া থাকবে শুষ্ক। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। ফলে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে বলে মনে করছেন সকলে। এই আমেজ থাকবে দক্ষিণের জেলাগুলোতেও। ফলে, ভালোই আবহাওয়া থাকবে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন। হালকা শীতের আমেজ অনুভব করবেন শহরবাসী। সঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

 

আরও পড়ুন

Durga Puja Carnival: দুর্গাপুজোর কার্নিভাল দেখতে যাবেন? দেখে নিন বিশেষ বাস এবং মেট্রোর সময়সূচি

Durga Puja 2023: বিসর্জন পর্বের প্রথম দিন কাটল নির্বিঘ্নেই, ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা

গুটখা অমলেট : ডিমে 'গুটখা' মিশিয়ে অমলেট ও টোস্ট! অবাক কাণ্ড, দেখুন ভিডিও

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি