মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ, ক্লোজ শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর

Published : Oct 03, 2025, 07:50 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Srirampur News: দশমীর দিন মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ। ক্লোজ করা হল শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টরকে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

Srirampur News: মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগে হুগলি জেলার শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর রাজেশ মণ্ডলকে চাকরিতে ক্লোজ করা হল। পুলিশের উর্দি পরা অবস্থায় মদ্যপান করে বেসামাল হয়েছিলেন ওই পুলিশ অফিসার। দশমীর রাতে তাকে ডিউটি করার সময় পা টলমল করছে বলে দেখা গিয়েছিল। 

কী অভিযোগ উঠেছে ওই পুলিশের বিরুদ্ধে? 

শ্রীরামপুরের বটতলা এলাকায় ওই অবস্থায় তিনি যখন ডিউটি করছিলেন সেই সময় তার সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। স্থানীয় মানুষজন এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে জড়ো হন এবং তাকে মারধর করার চেষ্টা করেন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের অন্যান্য সহকর্মীরা তাকে অন্যত্র সরিয়ে দেয়। কিন্তু তার সেই ছবি সর্বত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমেও এই বিষয়টি সামনে আসে।

এরপর এই শুক্রবার একাদশীর দিন সকালে চন্দননগর পুলিশ কমিশনারেট ওই পুলিশ অফিসারকে ক্লোজ করে। একই সঙ্গে তাকে ঐ ট্রাফিক গার্ড থেকে সরিয়ে দেওয়া হয়। ডিউটিরত অবস্থায় কেন সেই ধরনের ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলা কমিটির এসএফআই সম্পাদক অর্ণব দাস জানিয়েছেন, যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছেন পুলিশের উর্দি পরে। মত্ত অবস্থায় ডিউটি করছিলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। সমাজটা কোথায় যাচ্ছে?

বিজেপির রাজ্য কমিটি সদস্য স্বপন পাল বলেন, ‘’সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় কি করে ডিউটি করছিল তা পুলিশ প্রশাসনের দেখা উচিত। ওই পুলিশ অফিসারের কাউন্সেলিং দরকার।'' 

তৃণমূল যুব কংগ্রেসের হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ‘’এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দর ভাবে হয়েছে। কোন মানুষকে অসুবিধা পড়তে হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়েছে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশের ওপর ভরসা রাখুন।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
Humayun Kabir : 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবেই, হিম্মত দেখব আমায় কে আটকায়' শিলান্যাসের পরেই হুঙ্কার হুমায়ুনের