school Teacher: সুপ্রিম রায়ে একই স্কুলে চাকরি গেল একাধিক শিক্ষকের, উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন কারা!

সংক্ষিপ্ত

দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। নদীয়ার শান্তিপুর ও বিভিন্ন স্কুলে চাকরি হারা হয়েছেন একাধিক শিক্ষক। জানা গিয়েছে, শান্তিপুর এলাকার সূত্রগড় গার্লস উচ্চ বিদ্যালয় ছয় জনের চাকরি চলে গিয়েছে আদালতের রায়ে। যাদের মধ্

SSC Verdict: দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। নদীয়ার শান্তিপুর ও বিভিন্ন স্কুলে চাকরি হারা হয়েছেন একাধিক শিক্ষক। জানা গিয়েছে, শান্তিপুর এলাকার সূত্রগড় গার্লস উচ্চ বিদ্যালয় ছয় জনের চাকরি চলে গিয়েছে আদালতের রায়ে। যাদের মধ্যে পাঁচজন শিক্ষিকা একজন নন টিচিং স্টাফ। জানা যায়, দুজন পদার্থবিদ্যা, দুজন জীবন বিজ্ঞান এবং একজন শিক্ষাবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন চাকরি-হারা পাঁচ জন শিক্ষিকার মধ্যে। অপরদিকে শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় চারজন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। যেখানে, একজন পিওর সাইন্স, একজন ইংরেজি এবং বাকি দুজন বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন।

অপরদিকে শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দির ওরিয়েন্টাল একাডেমী তন্তুবায় উচ্চ বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয় শিক্ষকদের চাকরি চলে গেছে যদিও সেই সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ কেউই মুখ খুলতে নারাজ সংবাদমাধ্যমের সামনে। উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ সঞ্জয় ঘোষ জানিয়েছেন প্রতিটি শিক্ষকই খুব অভিজ্ঞ এবং ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে শিক্ষকতা করেছেন আজ তাদের এই দুরদিনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি তবে এতদিন কাজ করে এই দিন দেখতে হবে তিনিও ভাবতে পারেননি। যদিও সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা বিদ্যালয়ে আসবেন বলেই জানিয়েছেন নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় এর টিচার ইনচার্জ সঞ্জয়বাবু।

Latest Videos

তবে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মানসিক অবস্থা এতটাই খারাপ তাদেরকে রীতিমতো বাড়ির অভিভাবকদের ডেকে এনে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এমনটাও জানা যায় বিদ্যালয় সূত্রে। তবে শান্তিপুরে এখনও পর্যন্ত পাওয়া খবরে সুত্রাগড় গার্লস হাই স্কুল এবং নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সব থেকে বেশি। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারকে দোষারোপ করতে ছাড়েননি সাধারণ মানুষ থেকে রাজ্যের বিরোধী দল বিজেপিও। বিজেপি তরফ থেকে জানানো হয় চাকরি হারাদের পাশে থেকে বৃহস্পতিবার থেকেই বুথে বুথে আন্দোলন শুরু হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মুর্শিদাবাদের ছায়া এবার ভাঙ্গড়ে, ওয়াকফ বিলের প্রতিবাদে জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের