২৬০০০ চাকরি বাতিলের দায়ে পুরোপুরি রাজ্য সরকারের, পাল্টা জবাব বিকাশের

সংক্ষিপ্ত

Vikash Bhattacharya on SSC: সুপ্রিম কোর্টের (Supreme Court) বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষার পুরো প্যানেল। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার (26000 SSC job cancel)। মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

 

Bikash Bhattacharya on SSC: সুপ্রিম কোর্টের (Supreme Court) বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষার পুরো প্যানেল। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার (26000 SSC job cancel)। এইঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি নিশানা করেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এসএসসিতে নিয়োগ দুর্নীতির মামলা করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই কারণেই ২৬ হাজার মানুষের চাকরি চলে গেল বলেও তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সরাসরি নিশানা করেছেন রাজ্য সরকারকে। তিনি বলেছেন গোটা ঘটনার জন্য রাজ্য সরকার।

দিল্লিতে রয়েছেন বিকাশ ভট্টাচার্য। সেখনেই তিনি একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আগের শুনানিতে তিনি যে যুক্তি দিয়েছিলেন তা মেনে নিয়েছেন। তিনি আরও বলেছেন, 'কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায়কেই প্রকৃতপক্ষে মান্যতা দিয়েছে। এতেই স্পষ্ট হয়েছে যরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁরা চাকরি পাওয়ারই যোগ্য নন। বেআইনিভাবে চাকরি পেলে তো টাকা ফেরত দিতে হবে।' কয়েক জনের দুর্নীতির জন্য ২৬ হাজার মানুষ শাস্তি পেল- এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে। তিনি বলেন, 'দুর্নীতি করেছে তো সরকার। তাঁদেরকেই এর দায় নিতে হবে।' মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের জন্য মানবিক হওয়ার কথা বলেছেন। তারই পাল্টা বিকাশ বলেন, 'এতদিন এরা দুর্নীতিতে প্রশ্রয় দিয়ে এসেছে। এখন সমাজ জানল দুর্নীতি করলে কত ক্ষতি হতে পারে। '

Latest Videos

সুপ্রিম কোর্টের রায় শুনে অনেক চাকরিহারা জানিয়েছেন, এই রায়ের পর তাঁদের মৃত্যু ছাড়া আর কোনও পথ নেই। তাদেরও কথার পাল্টা জবাব দিয়েছেন বিকাশ। বিকাশ ছিল চাকরিপ্রার্থীদের মূল আবেদনের আইনজীবী। তিনি বলেছেন, অনেকেই কোটি কোটি টাকা ব্যায় করেছিল উকিলের জন্য। কিন্তু আদালতে নিজেদের যোগ্য বলে প্রমাণ করতে পারেনি। তাঁর কথায় পচা আমের সঙ্গে ভাল আম থাকলে অনেক সময় ভালগুলি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেছেন, অযোগ্যদের বাছা যাননি বলেই চাকরি গেল যোগ্য প্রার্থীদের।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কাশ্মীরে ৪ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা | Kashmir News | Pahalgam News | Indian Army
যেন ঘরের ছেলে! মুর্শিদাবাদে শুভেন্দুতেই ভরসা, কি হল দেখুন | Suvendu Adhikari | Murshidabad News