ছুটির দিন ব্যহত ট্রেন চলাচল, রবি থেকে সোম হাওড়া-তারকেশ্বর রুটে বাতিল একাধিক ট্রেন

রবিবার রেললাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজের জন্যই হাওড়া-তারকেশ্বর লাইনে টেন পরিষেবায় ব্যঘাত ঘটতে পারে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

ছুটির দিনে ব্যহত রেল পরিষেবা। রবিবার সকাল থেকেই হাওড়া-তারকেশ্বর লাইনে ব্যহত হবে ট্রেন পরিষেবা। রবিবার বিকেলেও এই লাইনে ট্রেন পরিষেবা ব্যহত হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত সিঙ্গুর এবং নালিকুলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। এই মর্মে শনিবার থেকেই চলছে মাইকিং।

কতক্ষন বন্ধ থাকবে ট্রেন চলাচল?

Latest Videos

রবিবার রেললাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজের জন্যই হাওড়া-তারকেশ্বর লাইনে টেন পরিষেবায় ব্যঘাত ঘটতে পারে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেল সূত্রে খবর আগামীকাল ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত উক্ত লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিনেই ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ জনতার ভোগান্তির আশঙ্কা থাকছে।

প্রসঙ্গত, শনিবার থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল হওয়ায় হয়রানিতে পড়তে হবে নিত্যযাত্রীদের। পাশাপাশি শিয়ালদা-নৈহাটি শাখায়ও সপ্তাহের শেষ দু'দিন বাতিল হয়েছে একের পর এক ট্রেন। ফলে স্বাভাবিকভাবেই ভাবেই ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। মূলত মেরামতির জন্যই ট্রেন বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। ট্রেন লাইনে মেরামতির জন্য শনিবার শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। ফলে সপ্তাহের শেষ ভোগান্তির মুখে পড়তে হবে অফিস যাত্রীদের।

কোন কোন ট্রেন বাতিল করা হল?

শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বেশ কয়েকটি ট্রেন চলবে না বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। টিটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে দত্তপুকুর স্টেশনে মেরামতির কাজের জন্য শুক্র, শনি, রবি ও সোমবার, শিয়ালদহ-বনগাঁ শাখাতেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik