বঙ্গজুড়ে ঘোর নিম্নচাপ! প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল? জেনে নিন
আজ থেকে প্রবল নিম্নচাপ বঙ্গজুড়ে। রাজ্যের কোণায় কোণায় দেখা দেবে বৃষ্টিপাত।
বৃষ্টিপাতের দাপট থাকবে আরও দুই-তিনদিন। বাঁকুড়া, পুরুলিয়াতেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা।
নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হলেও গরমের অস্বস্তি বহাল রয়েছে। বাতাসে আদ্রতাও প্রচুর।
তবে শনি-রবিবারের দিকে বৃষ্টিপাত কিছুটা কমবে। নিন্মচাপের প্রভাবও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এ ছাড়া উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। শনি, রবিবারও কমবে না বৃষ্টিপাত।
অন্যান্য রাজ্যেও জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কবার্তা।
মালাপ্পুরম, কোঝিকোড়,ওয়ানাড এবং কাসারগড় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম,ইদ্দুকি, ত্রিশূর ও পালাক্কাডেতে।