18

প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
আজ থেকে প্রবল নিম্নচাপ বঙ্গজুড়ে। রাজ্যের কোণায় কোণায় দেখা দেবে বৃষ্টিপাত।
28
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
বৃষ্টিপাতের দাপট থাকবে আরও দুই-তিনদিন। বাঁকুড়া, পুরুলিয়াতেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা।
38
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হলেও গরমের অস্বস্তি বহাল রয়েছে। বাতাসে আদ্রতাও প্রচুর।
48
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
তবে শনি-রবিবারের দিকে বৃষ্টিপাত কিছুটা কমবে। নিন্মচাপের প্রভাবও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
58
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
এ ছাড়া উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। শনি, রবিবারও কমবে না বৃষ্টিপাত।
68
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
অন্যান্য রাজ্যেও জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কবার্তা।
78
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
মালাপ্পুরম, কোঝিকোড়,ওয়ানাড এবং কাসারগড় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
88
প্রবল বৃষ্টি জেলায় জেলায়, কবে কমবে ঝড়, জল?
ছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম,ইদ্দুকি, ত্রিশূর ও পালাক্কাডেতে।