রেখা পাত্রকে নিয়ে রীতিমত বিস্ফোরণর শেখ শাহাজাহান, একী বললেন সন্দেশখালির 'বাঘ'

Published : Jun 07, 2024, 03:17 PM IST
Shahjahan rekha

সংক্ষিপ্ত

একদম শেষ দফা, ১ জুন ভোট হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। চলতি লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র হেরে যান তৃণমূল কংগ্রেস নেতা হাজি নুরুলের কাছে। 

সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান এবার মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হার নিয়ে। সন্দেশখালির মহিলা আন্দোলনের নেত্রী হিসেবেই উত্থান হয়েছিল রেখা পাত্রর। রেখা পাত্রদের আন্দোলনের জেরেই পদ খোয়াতে হয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা তথা তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহাজাহানকে। বর্তমানে জেল বন্দি তিনি।

একদম শেষ দফা, ১ জুন ভোট হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। চলতি লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র হেরে যান তৃণমূল কংগ্রেস নেতা হাজি নুরুলের কাছে। রেখার হার নিয়ে রীতিমত সরব শাহজাহান। শুক্রবার শুনানির জন্য বসিরহাট আদালতে নিয়ে আসার সময়ি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেই সময়ই তিনি বলেন, 'আমি তো আগেই তো বলেছিলাম জিতব।' এদিন শেখ শাহজাহানসকে বসিরহাট আদালতে নিয়ে আসার সময়ই তাঁর অনুগামীরা জয় বাংলা স্লোগান দেন। অন্যান্য দিনের থেকে এদিন আদালতে শাহজাহানের অনুগামীজের ভিড় ছিল যথেষ্ট বেশি।

CPIM: প্রশান্ত কিশোর না সুনীল কানুগোলু- তিন শূন্যর পরে পেশাদার দিয়ে ভোট করানোর দাবি সিপিএম-র অন্দরে

আগেই শাহজাহানকে ১৪ দিনের হেফাজত দিয়েছিল শেখ শাহজাহান। জেল হেফাজত শেষ হওয়ার পরেই এদিন তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। জমি , ভেড়ি দুর্নীতি-সহ নারী নির্যাতনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল শাহাজাহানকে। তারপর থেকে জেল বন্দি রয়েছে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা।

Abhijit Gangopadhyay: কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আজ রওনা দিলেন দিল্লিতে

গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডির আধিকারিকরা। সেখানেই গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন তাঁরা। তারপর থেকেই শাহজাহান ফেরার ছিলেন। প্রায় ৫৫ দিন পরে তাঁকে গ্রেফতার করে পুলিস। বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি শাহজাহানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করছে। যদিও লোকসভা নির্বাচনের মধ্যেই শাহজাহান ভবিষ্যদ্বাণী করেছিলেন যযে রেখা পাত্র হারবে। জিতবে তৃণমূল কংগ্রেস। অতএব শেখ শাহজাহানের ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে গেল।

ভ্যাপসা গরমে ঘেমে নাজেহাল কলকাতায় Feels Like ৫০- জানুন এটি আসলে কী, আবার রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

 

PREV
click me!

Recommended Stories

'মমতা আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে দিয়ে মরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির
Humayun Kabir: ‘মসজিদের একটাও ইট খুলতে দেব না!’ মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার হুমায়ুনের