শ্যুটআউট করে খুনের রেশ কাটতে না কাটতে ফের গুলিবৃষ্টি, উত্তপ্ত মালদহের কালিয়াচক

Published : Nov 27, 2025, 08:49 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Maldah Crime News: গত কয়েক দিন ধর শ্যুটআউটের ঘটনায় উত্তপ্ত মালদহের কালিয়াচক। পরপর গুলিকাণ্ডে উত্তেজনা ছড়ালো এলাকায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah Crime News: কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, পুলিশি নজরদারিতে প্রশ্ন। পরপর ঘটনায় তীব্র আতঙ্ক। কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপটে তেতে উঠেছে। বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক। মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন পুলিশের ভূমিকাই।

ঠিক কী অভিযোগ উঠেছে?

স্থানীয় সূত্রের দাবি, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বহু রাউন্ড গুলি চালায়। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক। হঠাৎ গুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ক্ষোভ কমেনি মানুষের। অভিযোগ, “ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে। আগাম প্রতিরোধ নেই কেন?” টানা অপরাধের জেরে পুলিশি টহল, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ—সবই প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “কালিয়াচকে আবার দুষ্কৃতীদের রাজত্ব ফিরছে। এবার পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতেই হবে।” এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের পরিচয়, হামলার উদ্দেশ্য ও নেপথ্যের চক্র উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

অন্যদিকে, কয়েক ঘন্টার ব্যাবধানে মালদহে ফের চলল গুলি। এবার খুন পাঁপড় বিক্রেতা। জলসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় গুলি লাগে। মৃত পাঁপড় বিক্রেতার নাম আজহার আলি। বয়স ৫৫ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, মঙ্গলবার ওই পাঁপড় বিক্রেতা একটি মেলার জলসা থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিল। সেই সময় ফেরার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে। সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাঁকে পিছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিতে, মঙ্গলবার মালদহে খুন হন এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, মালদায় ফের খুন তৃণমূল কর্মী। সোমবার থেকে নিখোঁজ থাকার মঙ্গলবার আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লা খান। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু
'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ