নির্বাচন কমিশনের তালিকাবদ্ধ ১১টি নথি হল-
১। কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।
২।০১.০৭.১৯৮৭ - এই তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা প্রদত্ত যে কোনও পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি।
৩। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বাা বার্থ সার্টিফিকেট।
৪। পাসপোর্ট
৫। স্বীকৃতি পর্যদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬। রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র
৭। বনভূমি অধিকার শংসাপত্র
৮। সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায়, তফশিলিজাতি, উপজাতি, বা অন্য কোনও জাতিগত শংসাপত্র।
৯। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (যাদের হয়েছে
১০। রাজ্য বা স্থানীয় কর্ত়ৃপক্ষের দেওয়া পরিবারপঞ্জি বা ফ্যামেলি রেজিস্টার।
১১। জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল।