- Home
- West Bengal
- West Bengal News
- সুপ্রিম কোর্টে DA মামলায় নয়া আপডেট, সবপক্ষের রিপোর্টের পর এবার রায়ের অপেক্ষা
সুপ্রিম কোর্টে DA মামলায় নয়া আপডেট, সবপক্ষের রিপোর্টের পর এবার রায়ের অপেক্ষা
DA Case: সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে। তবে বিচারপতি রায় সংরক্ষণ করেছেন।

সুপ্রিম কোর্টে ডিএ মামলা
সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে। তবে বিচারপতি রায় সংরক্ষণ করেছেন। কিন্তু আর আগেই সবপক্ষকে লিখিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় সবপক্ষই সুপ্রিম কোর্টে লিখিত রিপোর্ট জমা দিয়েছে।
ডিএ মামলার পরবর্তী শুনানি
সুপ্রিম কোর্ট গতচ ৮ সেপ্টেম্বর ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল। সেইদিন আদালত জানিয়েছে ডিএ মামলার শুনানি শেষ । রায়দান সংরক্ষণ করা হয়েছে। তার আগেই সবপক্ষেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে। প্রথমে লিখিত রিপোর্ট দেবে রাজ্য সরকার। তারপর মামলাকারী,অর্থাৎ রাজ্য সরাকরি কর্মীরা। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাধিক পক্ষ রয়েছে এই মামলায়। অনুমান করা হচ্ছে দীপাবলির পরই আদালত খুললেই তারপরই রায় ঘোষণা করা হবে।
কারা কবে লিখিতি রিপোর্ট জমা দিয়েছিল?
সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্য সরকার প্রথমে, গত ২২ সেপ্টেম্বর লিখিত রিপোর্ট জমা দিয়েছিল।
ইউনিটি ফোরাম , রাজ্য সরকারি কর্মীদের এই সংগঠন গত ৪ অক্টোবর কম্পাইলেশন ও ৬ অক্টোবর লিখিত রিপোর্ট দিয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চ একই দিন অর্থাৎ ৬ অক্টোবর লিখিত রিপোর্ট রিপোর্ট জমা দিয়েছে।
অন্যান্য সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদও ৬অক্টোবর তাদের নিজ নিজ লিখিত সাবমিশন জমা দিয়েছে।
অপেক্ষা চূড়ান্ত রায়
ইতিমধ্যেই এই মামলার সবপক্ষই যেহেতু লিখিত রিপোর্ট জমা দিয়েছে, তাই এবার চূড়ান্ত রায় শুধুমাত্র অপেক্ষা মাত্র। বর্তমানে উৎসবের কারণে সুপ্রিম কোর্ট বন্ধ। শুধুমাত্র প্রয়োজনীয় শুনানি হচ্ছে। অনেকেই মনে করছেন দীপাবলির পর সুপ্রিম কোর্ট খুললেই ডিএ মামলার রায় ঘোষণা করা হবে।
ডিএ মামলা নিয়ে প্রত্যাশা
ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা চরমে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা তাদের পক্ষই রায়দান হবে। হাইকোর্ট আর স্যাট রাজ্য সরকারি ক্রমীদের পক্ষেই রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। তাই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলেই আশা।

