SIR-এ এবার বড় UPDATE! এই ভোটারদের জন্য আধারকার্ড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

Published : Nov 28, 2025, 09:01 AM IST

SIR-এ বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। যা শুধুমাত্র প্রযোজ্য নতুন ভোটারদের নাম তোলার জন্য। এতদিন অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই নতুন ভোটারদের নাম তোলাযেত। এবার থেকে শুধুমাত্র অনলাইনেই নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। 

PREV
15
SIRএ বড় সিদ্ধান্ত

SIR-এ বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। যা শুধুমাত্র প্রযোজ্য নতুন ভোটারদের নাম তোলার জন্য। এতদিন অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই নতুন ভোটারদের নাম তোলাযেত। এবার থেকে শুধুমাত্র অনলাইনেই নতুন ভোটাররা নাম তুলতে পারবেন।

25
আধার কার্ড বাধ্যতামূলক

নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবার থেকে অনলাইনে নতুন ভোটারদের নাম তোলার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে যেহেতু ই-সাইন -এর প্রয়োজন সেই কারণেই আধার কার্ডের মাধ্যমেই ওটিপি দিয়ে তা করা হয়।

35
নতুন ভোটারদের জন্য

নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরই নতুন ভোটাররা নাম তুলতে পারবেন ভোটার তালিকায়। সেই জন্য তাদের ফর্ম-৬ ফিলআপ করতে হবে।

45
আধার কার্ডের তথ্য

নির্বাচন কমিশন ইতিমধ্যেই কতজন মৃত ভোটারের আধার কার্ড রয়েছে সেই তথ্য চেয়েছেন ইউআইডিএআই বা আধার কার্ড সংস্থার কাছে। কমিশনের পক্ষ থেকে সেই তথ্যকে জেলা ভিত্তিক হিসেবে তৈরি করা হচ্ছে। যা পাঠান হবে রাজ্যের ২৪টি জেলার আধিকারিকদের কাছে।

55
জিজ্ঞাসাবাদ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কেউ যদি মৃত ভোটারের এনুমারেশন ফর্ম পুরণ করেন বা জমা দেন, তাহলে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ কার হবে। সংশ্লিষ্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories