রাজ্যে SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলির কজ শেষ হয়েছে। এখন ফর্ম পুরণ করে তার জমা দেওয়ার পালা। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর। তারই মধ্য়েই এই এনুমারেশন ফর্ম বিএলও-দের কাছে জমা দিতে হবে। তারপর সংশ্লিষ্ট বিএলও-রাই এই ফর্ম আপলোড করবেন নির্বাচন কমিশনের ওয়েব সাইটে। অনলাইনে আপলোড করার সময় যদি কোনও ভুল হয়ে যাবে তাহলে কী করবেন? চিন্তা নেই। তারজন্যই রইল এই নয়া আপডেট।