SIR-এর এনুমারেশন ফর্মে ভুল! চিন্তা নেই এভাবেই সংশোধন বা এডিট করা যাবে, জানাল কমিশন

Published : Nov 21, 2025, 10:27 AM IST

সংশ্লিষ্ট বিএলও-রাই এই ফর্ম আপলোড করবেন নির্বাচন কমিশনের ওয়েব সাইটে। অনলাইনে আপলোড করার সময় যদি কোনও ভুল হয়ে যাবে তাহলে কী করবেন? চিন্তা নেই। তারজন্যই রইল এই নয়া আপডেট। 

PREV
15
SIR নিয়ে বড় আপডেট

রাজ্যে SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলির কজ শেষ হয়েছে। এখন ফর্ম পুরণ করে তার জমা দেওয়ার পালা। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর। তারই মধ্য়েই এই এনুমারেশন ফর্ম বিএলও-দের কাছে জমা দিতে হবে। তারপর সংশ্লিষ্ট বিএলও-রাই এই ফর্ম আপলোড করবেন নির্বাচন কমিশনের ওয়েব সাইটে। অনলাইনে আপলোড করার সময় যদি কোনও ভুল হয়ে যাবে তাহলে কী করবেন? চিন্তা নেই। তারজন্যই রইল এই নয়া আপডেট।

25
কমিশনের নতুন আপডেট

নির্বাচন কমিশনের নতুন আপডেট (১৯ নভেম্বর) অনুযায়ী একবার ফর্ম সাবমিট বা আপলোড হয়ে যাওয়ার পরেও ফর্মে কোনও ভুল থাকলে তা সহজেই সংশোধন করা যাবে।

35
কী করে?

এখন প্রশ্ন হচ্ছে কী করে ভুল সংশোধন করা যাবে। কমিশনের নতুন গাইডলাইন অনুযায়ী আপলোড হওয়া ফর্ম সংশোধন করা যাবে। তবে এই কাজ ভোটার নিজে করতে পারবে না। এই কাজের জন্য বিএলও-এর দ্বারস্থ হতে হবে।

45
সংশোধনের ক্ষমতা

নির্বাচন কমিশন এনুমারেশন ফর্মের ভুল সংশোধন বা এডিট করার ক্ষমতা শুধুমাত্র বিএলওদের দিয়েছে। অনলাইন বা অফলাইন যে ভাবেই ফর্ম জমা দেওয়া হোক না কেন। ভুল সংশোধন আর এডিট করার জন্য বিএলওদের দ্বারস্থ হতে হবে। কমিশনের নিজস্ব অ্যাপের মাধ্যমে তারা সেটি করে দেবেন।

55
প্রক্রিয়া

বিএলও-রা তাদের অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারেন। সংশোধনের জন্য যে ধাপগুলি অনুসরণ করতে হয়, সেগুলি নিচে উল্লেখ করা হলো:

  • প্রথমে বিএলও-কে অ্যাপের নিচের দিকে থাকা ‘Special Intensive Revision’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের পছন্দের ভাষা নির্বাচন করে সাবমিট করতে হবে।
  • এই পর্যায়ে এখন মোট ৫টি অপশন দেখা যাবে।
  • অনলাইনে জমা হওয়া ফর্মের জন্য: ৩ নম্বর অপশন, অর্থাৎ ‘Online Forms Fill by Elector’-এ ক্লিক করে বিএলও দেখতে পাবেন কারা অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন।
  • সংশোধনের জন্য: ৪ নম্বর অপশন, অর্থাৎ ‘Rectify Filled Enumeration Form’-এ ক্লিক করে বিএলও নিজের আপলোড করা অথবা অনলাইনে সাবমিট হওয়া ভুল ফর্ম সংশোধন করতে পারবেন।
Read more Photos on
click me!

Recommended Stories