১০ বছর পূর্ণ হতে চলল ষষ্ঠ পে কমিশনের, কবে গঠিত হবে নতুন বেতন কমিশন? প্রকাশ্যে নয়া আপডেট

Published : Nov 21, 2025, 09:32 AM IST

ষষ্ঠ পে কমিশনের দশ বছর পূর্তির মুখে সপ্তম পে কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম এই বিষয়ে সরকারের ভাবনা জানতে চেয়ে নবান্নে আইনি নোটিস পাঠিয়েছে। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই নিয়ে কোনও ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

PREV
15

দীর্ঘদিন ধরে জল্পনা চলছে সর্বত্র। কবে সপ্তম পে কমিশন গঠিত হবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। আর কদিনের মধ্যে ১০ বছর পূর্ণ হতে চলল ষষ্ঠ পে কমিশনের। এদিকে সপ্তম কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে কি এবার গঠিত হবে না বেতন কমিশন?

25

এদিকে ২ মাস বাকি ২০২৬ আসতে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য গঠিত হবে অষ্টম বেতন কমিশন। বেতন বাড়বে কর্মীদের। তেমনই বাড়বে পেনশনও। ফিটমেন্ট ফ্যাক্ট ঠিক থাকলে কেন্দ্রীয় কর্মীদের নূন্যতম বেতন হবে ৫০ হাজারের অধিক।

35

পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর। ২৭ নভেম্বর ২০১৫ সালে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন। এবার তার দশ বছর পূর্ণ হতে চলল। কিন্তু, সপ্তম পে কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। বাংলায় কবে সপ্তম পে কমিশন গঠিত হবে এই প্রশ্ন সকলের মনে। এবার এই প্রশ্ন তুলে নবান্নে চিঠি দিল কর্মচারীদের সংগঠন।

45

প্রসঙ্গত, ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও তার সুপারিশ অনুমোদন হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। বাস্তবায়ন হয় আরও পরে। এবার আলোচনার শীর্ষে সপ্তম পে কমিশন। সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ দিয়েছে ইউনিটি ফোরাম। মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়েছে নোটিস। আইনি নোটিস ইউনিটি ফোরাম-র পক্ষে আহ্বায়ক শ্রী দেবপ্রাসাদ হালদার ও শ্রী পলাশ দত্ত জারি করেছে।

55

রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন গঠন নিয়ে সরকার কী ভাবনা চিন্তা করছে তা জানতে চাওয়া হয়েছে। তবে, অনেকের অনুমান ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে নতুন পে কমিশন গঠনের কথা ঘোষণা হতে পারে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত কোনও আপডেট আসেনি। এখন শুধু অপেক্ষা।

Read more Photos on
click me!

Recommended Stories