
WB BLO Death News: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা। কারণ, ফের এসআইআর-এর কাজে বেরিয়ে প্রাণ হারালেন আরও একজন বুথ লেভেল অফিসার (বিএলও)। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে। সূত্রের খবর, এসআইআর-এর কাজে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শীতলকুচিতে বি.এল.ও-র মৃত্যু।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এসআইআর সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান শীতলকুচির ২০৫ নম্বর বুথের বি.এল.ও ললিত অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় শীতলকুচি–মাথাভাঙ্গা রাজ্য সড়কের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, নিহত ওই বিএলও ললিত অধিকারী খলিসামারি গ্রাম পঞ্চায়েতের মহিষমুরি এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কমিশনের অতিরিক্ত কাজের চাপ। ডেডলাইন মেনে কাজ করার নির্দেশের জন্য এই ঘটনা বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। যদিও গোটা বিষয়টি নিয়ে কমিশন বা বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) জলপাইগুড়ির মাল ব্লকে একজন বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন তিনি। এদিন মমতা বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর তাদের ওপর "অমানবিক" চাপ সৃষ্টি করেছে এবং এর ফলে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, মৃত ব্যক্তি - বিএলও হিসেবে নিযুক্ত একজন অঙ্গনওয়াড়ি কর্মী - ভারতের নির্বাচন কমিশনের পরিচালনায় ভোটার তালিকা সংশোধন কাজের "অসহনীয় চাপ"-এর কারণে আত্মহত্যা করেছেন। এক্স-এ পোস্ট করে মমতা কড়া ভাষায় নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেছেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি "অপরিকল্পিত ও বিশ্রামহীন কাজের" সামনে কর্মীদের দাঁড় করিয়ে দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।