
Sonarpur Child Murder News: একরত্তি শিশুকন্যার কান্নায় বারবার ঘুমে ব্যাঘাত ঘটছিল! শায়েস্তা করতে অবুঝ শিশুর সঙ্গে মারাত্মক ঘটনা ঘটালেন দাদু। ঘটনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন শিশু কন্যার মা। বাবা হাসপাতালে দুধের শিশুর ময়নাতদন্তের অপেক্ষায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ার কদমতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘুমের মধ্যে বারবার বিরক্ত করত নাতনী। তাই রাগের বশে রান্নাঘর থেকে ছুরি এনে ঘুমের মধ্যেই তাকে খুন করে অভিযুক্ত দাদু। ঘটনার পরই নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মৃতা শিশুর দাদুকে। আটক দিদা ও বাড়ির পরিচারিকা।
সূত্রের খবর, রবিবার সোনারপুরের কোদালিয়া কদমতলা এলাকায় বাড়ির ভিতর থেকে শিশুকন্যার চিৎকারের আওয়াজ পান এলাকাবাসীরা। তারা ছুটে ঘরের ভিতর গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে বাচ্চা মেয়েটি। সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে। এদিকে ওই শিশুকন্যাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই সোমবার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নিহত শিশুর দাদুকে। আটক দিদা ও বাড়ির পরিচারিকা। তবে পুলিশি জেরায় নিজেই খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত দাদু।
পুলিশ সূত্রে খবর, নিছক রাগ নাকি মানসিক বিকৃতি থেকে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযুক্ত নিজেই এই খুনের কথা স্বীকার করেছেন। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পেলেই মৃত্যুর সঠিক কারণ জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এলাকাবাসীদের দাবি, মনের রোগ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই প্রৌঢ়। এমনকি বাচ্চাটিকে তিনি বাড়ি থেকে বের হতে দিতেন না। সারাদিন ঘরের মধ্যে আটকে রাখতেন। পাড়া প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গে খেলতেও দিতেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিয়র ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আজ সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের পালপাড়ায়। মৃতের নাম সুজিত মাহাতো। তাঁর বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে কৃষ্ণনগর পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়। এরফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের চিত্র।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।