চলে গেলেন সৌগত রায়ের পত্নী ডলি রায়, স্ত্রীকে হারিয়ে শোকে মুহ্যমান তৃণমূল সাংসদ

Published : Apr 21, 2023, 02:11 PM ISTUpdated : Apr 21, 2023, 02:27 PM IST
sougata roy wife dolly roy passed away

সংক্ষিপ্ত

দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ডলি রায়। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘ডলি রায়ের আকস্মিক প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি’, শুক্রবার এভাবেই সমব্যথী হলেন বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের প্রয়াণে কার্যত শোকে মুহ্যমান হয়ে পড়লেন বর্ষীয়ান নেতা। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ডলি রায়। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে কলকাতার একটি 
বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংসদের স্ত্রী হয়েও কোনও দিনই সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেননি ডলি রায়। চায়ের স্বাদ পরীক্ষা করাই ছিল তাঁর প্রধান জীবিকা। তবে, স্বামী সৌগত রায়ের প্রধান বন্ধু এবং উৎসাহদাত্রী হিসেবে তিনিই ছিলেন মূল কর্ত্রী। তাঁর প্রয়াণে শোকাহত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় প্রণাম জানিয়ে তিনি লিখেছেন, “ডলি রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে সৌগতদা-সহ ডলি রায়ের পরিবার, পরিজন এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

দমদমের সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারাও। শুক্রবার লেক গার্ডেন্সের বাসভবনে তাঁর প্রয়াণ হয়। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু মানুষ। তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও সাংসদ শ্রী সৌগত রায় মহাশয়ের স্ত্রী শ্রীমতি ডলি রায়-এর আকস্মিক প্র‍য়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি উনার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওঁম শান্তি !”




আরও পড়ুন-
জনবহুল আদালত চত্বরে মহিলাকে একের পর এক গুলি, দিল্লিতে আইনজীবী সেজে পালিয়ে গেল আততায়ী
ব্লক কমিটি গঠন নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক ডামাডোল, বাঁকুড়ার রাইপুরে বাড়ছে অস্বস্তি

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার মেটিয়াবুরুজ, আহতদের দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে