সংক্ষিপ্ত

কর্তব্যরত পুলিশকর্মীদের সামনেই মাঝবয়সী মহিলাকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতী। পরনে আইনজীবীর পোশাক ছিল বলে তাকে চিনতে পারেননি কেউই।

নয়া দিল্লিতে ভরা আদালত চত্বরে চলল একের পর এক গুলি। গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হলেন এক মহিলা। দিল্লিতে সাকেত আদালতে এক মহিলার উপরে গুলি চালাল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই মহিলার ওপর আচমকাই হামলা হয়। ঘটনায় মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। আশ্চর্যের ব্যাপার এটাই যে, হামলার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন বহু পুলিশকর্মী। কিন্তু, হামলাকারী সকলের নজর এড়িয়ে অতর্কিতে আক্রমণ করে দিয়ে পালিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ দিল্লির সাকেতের একটি জেলা আদালতে এক মহিলার উপরে গুলি চলে। পরপর চার রাউন্ড গুলি চালানো হয় ওই মহিলার ওপর। গুলি লেগে গুরুতরভাবে জখম হন ওই মহিলা। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।
 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। তবে হামলাকারী ওই মহিলার পূর্ব পরিচিত বলেই মনে করা হচ্ছে। হামলাকারী আইনজীবীর পোশাক পরে এসেছিল, ফলে আদালত চত্বরে তাকে আলাদা করে বোঝা যায়নি। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক বচসা সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন ওই মহিলা। হঠাৎ আইনজীবীর পোশাক পরা এক ব্য়ক্তি ওই মহিলার উপরে চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। মহিলার পেটে একটি গুলি লাগে। আহত মহিলাকে ধরে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কাপড় দিয়ে ওই মহিলা নিজের পেটের ক্ষতস্থান চেপে ধরে 
এগিয়ে আসছেন। ওই আততায়ীর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

 


আরও পড়ুন-
ব্লক কমিটি গঠন নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক ডামাডোল, বাঁকুড়ার রাইপুরে বাড়ছে অস্বস্তি
ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার মেটিয়াবুরুজ, আহতদের দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম

Viral News: ছেলেদের স্কার্ট পরতে দেখে হতবাক মেট্রোর যাত্রীরা, সোশ্যাল মিডিয়ায় জোর তরজা