TMC Express: শনিবার হাওড়া থেকে রওনা তৃণমূল এক্সপ্রেসের, দিল্লি চলো অভিযানের প্রস্তুতি তুঙ্গে

Published : Sep 28, 2023, 07:47 PM IST
special train will depart from Howrah on saturday as Trinamool Congress prepares for a dharna in Delhi  bsm

সংক্ষিপ্ত

তৃণমূল সূত্রের খবর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপধিপতি, সহকারী সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের ১ অক্টোবরের মধ্যে দিল্লি পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ২ ও ৩ অক্টোবর তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযান। ঘাসফুল শিবিরের দিল্লি চলোর প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রের খবর শনিবার হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে বিশেষ ট্রেন। রবিবার ট্রেন দিল্লি পৌঁছাবে। সোমবার থেকে শুরু হবে কেন্দ্র বিরোধী ধর্না অবস্থান। তৃণমূল সূত্রের খবর প্রায় তিন হাজার দলের কর্মী সমর্থক ও নেতাদের বিশেষ ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল সূত্রের খবর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপধিপতি, সহকারী সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের ১ অক্টোবরের মধ্যে দিল্লি পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১০০ দিনের কার্ডহোল্ডারদেরও দিল্লিতে নিয়ে গিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ সরব হওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কারণেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনের আয়োজনের যাবতীয় দায়িত্বে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, ২২ বগের একটি ট্রেন ভাড়া করা হয়েছে। সেই ট্রেনে ১০০ কাজের জব হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়া হবে। দলই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। তিনি জানিয়েছেন যারা ট্রেনে যাবে তাদের ট্রেনেই থাকা ও খাবার ব্যবস্থাও করা হবে। শাসকদলের নেতারা এই ট্রেনটিকে তৃণমূল এক্সপ্রেস নাম দিয়েছেন। কার্ড হোল্ডারদের হাওড়া পর্যন্ত নিয়ে আসার দায়িত্বে রয়েছেন বিধায়ক তাপস রায়। কলকাতা ও আশপাশের জেলা থেকেই কার্ড হোল্ডারদের নিয়ে যাওয়া হবে। যদি দূরবর্তী কোনও জেলার কার্ড হোল্ডার যেতে চায় তাহলে দল তাকে স্বাগত জানাবে।

২১ এর মঞ্চ থেকেই দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন সাংসদ ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তিনি। তিনি উত্তরবঙ্গে তৃণমূলে নব জোয়ার কর্মসূচির সময়ও দিল্লি অভিযানের কথা বলেছিলেন। দিল্লির কৃষি ভবনের বাইরে এই অভিযান হবে। এজাতীয় অভিযানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে ছাপ ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের এই অভিযান নিয়ে কিছুটা হলও চিন্তায় রয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর কতজন ধর্না অবস্থানে অংশগ্রহণ করবে তারও খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে।

দিল্লিতে ধর্না অবস্থানের পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার চিঠি কেন্দ্র সরকারকে পাঠাবে। ইতিমধ্যেই সেই চিঠি সংগ্রহের কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। চলতি সপ্তাহে এই দিল্লি অভিযান নিয়ে একটি ভার্চুয়াল সভা করতে পারেন অভিষেক। তারও প্রস্তুতি শুরু হয়েছে। সবমিলিয় জোর প্রস্তুতি ঘাসফুল শিবিরে।

 

PREV
click me!

Recommended Stories

মেলায় দোলনা চড়তে গিয়ে চুল আটকে বিপত্তি, চরম পরিণতি পঞ্চম শ্রেণির ছাত্রীর
SIR-এ সবথেকে বেশি নাম বাদ পড়ল এই জেলা থেকে, রইল জেলা ভিত্তিক সংখ্যা