ময়নাগুড়িতে তৃণমূলের ভাঙন! সুকান্তর সভায় শিবম ও শশাঙ্ক বাসুনিয়া, দলবদল ৩০০ জনের

Published : Jan 11, 2026, 05:09 PM IST

ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসে ভাঙন। এবার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম বাসুনিয়া ও তাঁর ছেলে শশাঙ্ক বাসুনিয়া উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায়। 

PREV
15
ময়নাগুড়িতে ভাঙন

ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসে ভাঙন। এবার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম বাসুনিয়া ও তাঁর ছেলে শশাঙ্ক বাসুনিয়া উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায়। রবিবার ময়নাগুড়িতে জনসভা করেন সুকান্ত মজুমদার। এই সভাতেই দল বদল করেন বাবা ও ছেলে।

25
৩০০ জনের ধাক্কা

বিজেপি সূত্রের খবর শিবম ও শশাঙ্ক বাসুনিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে আরও ৩০০ জন বিজেপিতে যোগ দিতে চলেছেন। যার অর্থ ময়নাগুড়ি পঞ্চায়েতে এবার ভোটের আগে জোর ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। তুলনায় গত বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা পিছিয়ে পয়েছে তৃণমূল। কিন্তু লোকসভায় বেশ কিছু ড্যামজ কন্ট্রোল করতে পেরেছে ঘাসফুল শিবির। তা বাসুনিয়াদের দল বদল রীতিমত তাৎপর্যপূর্ণ।

35
ভোটের আগেই তৃণমূলে ভাঙন!

শিবম ও শশাঙ্ক বাসুনিয়া ভোটের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কিছুটা হলেও অস্বস্তি ঘাসফুল শিবিরের জন্য। কারণ উত্তরবঙ্গে এবার বড় জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পরই একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিষেকও উত্তরবঙ্গ সফর করেছেন। তাই দুই দাপুটে তৃণমূল নেতার অনুগামী নিয়ে দল বদল রীতিমত তাৎপর্যপূর্ণ।

45
সুকান্তর হুঁশিয়ারি

ময়নাগুড়ির জনসভা থেকেই সুকান্ত মজুমদার সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে মমতা মোটেও ঠিককাজ করেননি। তিনি মমতাকে লক্ষণ রেখার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। তা না হলে বিজেপি মমতাকে লক্ষণ রেখা মানতে বাধ্য করবে বলেও জানিয়েছেন তিনি।

55
তৃণমূলকে নিশানা

সুকান্ত মজুমদার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদেরও নিশানা করেন। তিনি বলেন লুঠ করতে আর দেওয়া হবে না। তিনি বলেন, 'জনগণের টাকা গবীর মানুষের টাকা যারা খেয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার এলে বমি করাবে। আমাদের সরকার এলে ময়নাগুড়ি থানার সামনে একটি বুলডোজার থাকবে। প্রত্যেকটা বাড়ি ভাঙা হবে। প্রত্যেকটা ইট যারা টাকা দিয়েছেন তারা ভাগ করে নিয়ে চলে যাবেন। বিজেপিতে ঢুকতে হলে জনগণের টাকা জনগণকে ফিরত দিয়ে, জনগণের সামনে নাকখৎ দিয়ে পা ধরে ক্ষমা চেয়ে তবেই বিজেপিতে আসতে হবে।'

Read more Photos on
click me!

Recommended Stories