সুকান্ত মজুমদার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদেরও নিশানা করেন। তিনি বলেন লুঠ করতে আর দেওয়া হবে না। তিনি বলেন, 'জনগণের টাকা গবীর মানুষের টাকা যারা খেয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার এলে বমি করাবে। আমাদের সরকার এলে ময়নাগুড়ি থানার সামনে একটি বুলডোজার থাকবে। প্রত্যেকটা বাড়ি ভাঙা হবে। প্রত্যেকটা ইট যারা টাকা দিয়েছেন তারা ভাগ করে নিয়ে চলে যাবেন। বিজেপিতে ঢুকতে হলে জনগণের টাকা জনগণকে ফিরত দিয়ে, জনগণের সামনে নাকখৎ দিয়ে পা ধরে ক্ষমা চেয়ে তবেই বিজেপিতে আসতে হবে।'