মুখ্যমন্ত্রীর মুকুটে ফের নতুন পালক, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতেই তাঁকে সাম্মানিক ডি.লিট জ্ঞাপন করার কথা জানানো হয়েছে। St xaviers university is giving D Litt to West Bengal Chief Minister Mamata Banerjee

আগেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডি.লিট উপাধি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় সাম্মানিক ডি.লিট দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বহু সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বাইরে অন্যান্য দেশ থেকেও বহুবার সমাদৃত হয়ে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এবার আবার ডি.লিট সম্মানে অলংকৃত বাংলার মুখ্যমন্ত্রী।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দেওয়া হতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেও এই সম্মান গ্রহণ করতে সম্মতি জানিয়েছেন। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতেই তাঁকে সাম্মানিক ডি.লিট জ্ঞাপন করার কথা জানানো হয়েছে।

Latest Videos

চিঠিটি পড়ার পর সেন্ট জেভিয়ার্সের ডক্টর অফ লিটারেচার উপাধি গ্রহণ করতে সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যখন মুখ্যমন্ত্রীকে ডি.লিট দেওয়া হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী প্রাক্তন ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে বলেছিলেন, ‘‘বিশ্বাস করুন, আমি কিন্তু ডিগ্রিটা কোনও দিন ব্যবহার করব না। আপনারা আমাকে সাম্মানিক দিয়েছেন, সেটা সাম্মানিকই থাকবে। কিন্তু আপনারা আমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন।’’ তবে, তাঁর এই সম্মান পাওয়া নিয়ে রাজ্যের অন্দরে বেশ জোরালো বিতর্ক তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

তবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট ছাড়াও আরও একটি কলেজের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডক্টরেট দেয়। এবার দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।


আরও পড়ুন-
শহরের বুকে সমস্যার ভিড়ের মধ্যেও ‘দিলখুশ’ হয়ে যাচ্ছে ৪ জুটির, SVF-এর ব্যানারে আসন্ন আরও একটি চমৎকার ছবি
ভুয়ো কল সেন্টার ফেঁদে বিদেশীদের কাছ থেকে মোটা টাকা লুঠ করার চক্র, বিধাননগর পুলিশের জালে ধৃত ৭
পুলিশের অফিসার ইন চার্জকে ট্রাফিকে এনে হাত নাড়ানোর কাজে লাগাবেন নওশাদ, ভাঙড়ে দাঁড়িয়ে আইএসএফ নেতার হুমকি
স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে স্বচ্ছতার উদ্যোগ, অভিভাবকদের উপস্থিতিতে পর্যবেক্ষণ চালাবে রাজ্য সরকার

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari