
HS Examination 2026 Update: পরীক্ষা নেওয়ার ৫০ দিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBhsresult2025)। এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। সে বর্ধমানের সিএনএস হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তবে বার্ষিক পদ্ধতিতে এবছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হল। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা।
বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পাশাপাশি একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Examination2o26)। এই বিষয়ে সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হবে ৪ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ফোর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের অপশনাল ইলেক্টিভ পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে, বার্ষিক পদ্ধতিতে এ বছরই শেষ পরীক্ষা ছিল। আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে। ভারতবর্ষের প্রথম স্কুল বোর্ড যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া শুরু করবে ২০২৬ থেকে।
অন্যদিকে, এ বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৪,৭৩,৯১৯ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারই প্রথম মেটাল ডিটেক্টরের ব্যবহার হয়েছিল। আরও জানা গিয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। তবে পরীক্ষা চলাকালীন আট জনকে মোবাইল ফোন সহ ধরা হয়েছিল, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। দুপর ২ টো থেকে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এবছর ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীর হার বেশি ছিল। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বুধবার মধ্যরাত থেকে তৎকাল পিপিএস এবং পিপিআর চালু হয়ে যাচ্ছে। যা খোলা থাকবে ১১ মে পর্যন্ত। নরমাল পিপিএস প্রিপেয়ার আজ থেকে ২২ মে পর্যন্ত চালু থাকবে।
তবে করোনা কালতে বাদ দিয়ে গত ১০ বছরের মধ্যে সব থেকে ভালো ফলাফল হয়েছে ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়াকার। এ বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।