
HS Examination 2025 Toppers: অবশেষে প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2025)। এ বছরও কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়াকার। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও জেলা-জেলায় সাফল্যের ছড়াছড়ি। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে শীর্ষে বর্ধমানের রূপায়ণ পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। সে বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এবং তৃতীয় হয়েছে হুগলীর আরামবাগের রাজর্ষি অধিকারী। । তার প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০.৭৯ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর পাশের হারে এগিয়ে ৯৫.৭৫ শতাংশ। তৃতীয় কলকাতা। ৯৩.৪৩ শতাংশ পাশের হার। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪৫.৩৮ %। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৬.৯৯%। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১০% এর একটু বেশি পরীক্ষার্থী। এবং ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১.৬৯৯% শতাংশ পরীক্ষার্থী। তবে বার্ষিক পদ্ধতিতে এ বছরই শেষ পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক। শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রথম স্কুল বোর্ড যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া শুরু করবে। ২০২৬ সাল থেকেই শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
আগেই ঘোষণা করা হয়েছিল যে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার দেড় থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সেইমত পরীক্ষার ৫০ দিনের মাথায় আজ বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এবছর পরীক্ষায় বসেছিল ৫ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। গত বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় ৮ লক্ষ। এ বছর এক ধাক্কায় সেই সংখ্যাটা নেমে এসেছে ২ লক্ষের কাছে। তবে এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাটা অনেক বেশি ছিল। এবং এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ।
অন্যদিকে, পরীক্ষা কেন্দ্রে নকল, টোকাটুকি, মোবাইল নিয়ে পরীক্ষায় বসা ইত্যাদি আটকাতে কড়া নিরাপত্তায় শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগেই জানানো হয়েছিল যে, পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল (Higher Secondary Examination Result 2025)। সেইমত আজ দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করলেন চিরঞ্জীব ভট্টাচার্য।
এদিকে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হল উচ্চ মাধ্যমিকের ফল। আগেই এমনটা জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হবে আগেই আভাস পাওয়া গিয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি জানিয়েছিলেন যে, এই প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হচ্ছে। দ্রুত নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য। আর সেইমত আজ দুপুরে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Result 2025)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।