রাজ্য-রাজভবন সম্পর্কে বদল! বাজেট অধিবেশনের সূচনা রাজ্যপালের ভাষণ দিয়েই

Published : Jan 31, 2025, 04:23 PM IST
Governor CV Anand Bose filed a case against CM Mamata Banerjee in the High Court  bsm

সংক্ষিপ্ত

রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, '১০ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। ভাষণের ওপর আলোচনার জন্য এক দিন রাখা হবে।' 

রাজ্য - রাজভবনের মধ্যে শীতলতা কেটে যাচ্ছে। কাছাটাকাছি আসতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী- রাজ্যপাল। রাজ্য বিধানসভায় এবার বাজেট অধিবেশন (Budget Session) শুরু হতে পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসর (CB Ananda Bose) বক্তৃতা দিয়ে। তেমনই চাইছে নবান্ন (Navanna)। আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। সেই দিনই বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল।

রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, '১০ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে  বাজেট অধিবেশনের সূচনা হবে। ভাষণের ওপর আলোচনার জন্য এক দিন রাখা হবে।' যার অর্থ রাজ্যপালের ভাষণের ওপর এবার বিধানসভায় আলোচনা হতে পারে ১১ ফেব্রুয়ারি। যদিও রাজভবন থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।

প্রসঙ্গত নবান্ন-রাজভবন সংঘাতের আবহে ২০২৪ সালের রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হয়েছিল বাজেট অধিবেশন। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। তবে গত কয়েক বছর ধরে বাংলায় রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস যেমন রাজ্য সরকারের একাধিক কাজ নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনই রাজ্য সরকার সিভি আনন্দ বোসের একাধিক কাজ নিয়ে কটাক্ষ করেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অপসারণের দাবিও তুলেছে রাজ্যের শাসক দল।

তবে সম্প্রতি রাজ্যপাল আর রাজ্যের সম্পর্ক কিছুটাও বদলে যাচ্ছে। ২৬ জানুয়ারি রাজ্যপালের চা-চক্রে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গীরাও ছিলেন। তারপরই এবার বাজেট অধিবেশনের সূচনা ভাষণের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যেই বিধানসভায় সচিবালয় ও পরিষদীয় দফতর চিঠি পাঠিয়েছে রাজভবনে। তবে রাজ্যভবন এখনও কিছুই জানায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না